বুধবার ভোরেই টহলরত সিআরপিএফ বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিদল। ফলে উত্তর কাশ্মীরের সোপোরে শুরু হয়ে যায় গুলির লড়াই। এই গুলির লড়াইয়ে এক সিআরপিএফ জওয়ান সহ স্থানীয় এক নাগরিকেরও মৃত্যু হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা যাচ্ছে ৩ বছরের নাতিকে নিয়ে ৬৪ বছরের ওই বৃদ্ধ চেকপোস্ট দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই গুলির লড়াইয়ের মধ্যে পড়ে যান তাঁরা। ওই বৃদ্ধ সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হলেও তিন বছরের শিশুটির প্রাণ বাঁচিয়েছে সিআরপিএফ জওয়ানরা। নিজেদের প্রাণের মায়া না করেই ওই অবোধ শিশুকে উদ্ধার করে লুকিয়ে ফেলেন জওয়ানরা।
পরে তাঁকে চকলেট ও বিস্কুটও দেওয়া হয়। শেষে তাঁর পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে শিশুটিকে। যদিও পুরো ঘটনায় হতচকিত হয়ে পড়ে শিশুটি। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে গেছে সে। এই ঘটনায় এক জওয়ানও শহিদ হয়েছেন। পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও তিন জওয়ান। যদিও একজন সন্ত্রাসবাদীকেও ধরতে পারেনি ভারতীয় নিরাপত্তাবাহিনী। তবে ওই এলাকা ঘিরে চিরুনি তল্লাশি শুরু করেছে তাঁরা। কাশ্মীর জোন পুলিশ ট্যুইট করে এই ঘটনার কথা জানায়। যদিও এই শিশুর ছবি প্রকাশ করাকে প্রোপাগান্ডা বলেই উল্লেখ করেছেন কাশ্মীরের নেতা ওমর আবদুল্লা।
JKP #rescued a three years old boy from getting hit by bullets during #terrorist #attack in #Sopore. @JmuKmrPolice
4.6K
1.1K people are Tweeting about this
Post a Comment
Thank You for your important feedback