একে উত্তেজক ম্যাচ বললেও কম বলা হয়। করোনার গ্রাসে বিশ্বজুড়েই চলছিল দীর্ঘ লকডাউন। প্রায় তিনমাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ক্রিকেট। ইংল্যান্ড সফরে এসেছেন ক্যারাবিয়ান ক্রিকেটাররা। প্রথম টেস্টেই সাউদাম্পটনের ফাঁকা গ্যালারিতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘদিন পর হওয়া এই টেস্ট ম্যাচ একদিকে যেমন ঐতিহাসিক অন্যদিকে দু’দেশের ক্রিকেটারদের লড়াই আরও বড় ইতিহাস তৈরি করল। ম্যাচের শেষ দিনে জার্মাইন ব্ল্যাকউডের কার্যত একক লড়াইয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ৪ উইকেটে টেস্ট জিতে নিল। যদিও ম্যাচের রাশ প্রথম দিন থেকেই ছিল ক্যারাবিয়ানদের হাতেই। জয়ের জন্য চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জন্য ২০০ রান টার্গেট দিয়েছিল ইংরেজরা। কিন্তু পঞ্চমদিনের শুরুতেই নাটকীয় মোড় নেয় টেস্ট।
মাত্র ২৭ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ক্যারাবিয়ানরা। এছাড়া ওপেনার ক্যাম্পবেল চোট পেয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। এই কঠিন পরিস্থিতিতে ইংরেজরা যখন ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে তখনই পাল্টা লড়াই ফিরিয়ে দেন জার্মাইন ব্ল্যাকউড। তিনিই দাঁতে দাঁত চেপে রোস্টন চেস ও শেন ডওরিচ ও ক্যাপ্টেন জেসন হোল্ডার ও অবসৃত ব্যাটসম্যান ক্যাম্পবেলের সঙ্গে জুটি বেঁধে ম্যাচটি ইংল্যান্ডের থেকে ছিনিয়ে নিলেন। যদিও তিনি শতরান থেকে মাত্র ৫ রান দূরেই আউট হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। বাকি কাজটি করে দিয়েছেন ক্যারাবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। জার্মাইন ব্ল্যাকউড ১৫৪ বল খেলে করেছেন ৯৫ রান, এরমধ্যে ছিল ১২টি বাউন্ডারি। রোস্টন চেস ৩৭, ডওরিচ ২০ ও জেসন হোল্ডার ১৪ রানে অপরাজিত থাকেন। ফলে চার উইকেটেই প্রথম টেস্ট জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তিনম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে গেল জেসন হোল্ডারের দল।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০৪
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩১৮
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩১৩
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ২০০/৬
ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী, ম্যান অফ দি ম্যাচ শ্যানন গেব্রিয়াল- ৪/৬২ ও ৫/৭৫
Post a Comment
Thank You for your important feedback