
প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নিগ্রহের অভিযোগ আনলেন পেশায় মডেল ও বাংলা সিরিয়ালের এক অভিনেত্রী। বুধবার রাতেই বছর ছাব্বিশের ওই অভিনেত্রী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। রাতেই তাঁর মেডিকেল পরীক্ষা হয় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে। ওই মডেল তথা অভিনেত্রীর দাবি, ২০০৯ সাল থেকেই সুমন পাল নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। পেশায় ব্যবসায়ী সুমনের বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। বছর খানেক আগে দুজনের সম্পর্কের অবনতি হয় বলেই দাবি করেছেন নির্যাতিতা অভিনেত্রী। তাঁর অভিযোগ, মাঝেমধ্যেই টাকাপয়সা চেয়ে তাঁর ওপর অত্যাচার করতো সুমন। ফলে তিনি তাঁকে এড়িয়ে যেতে থাকেন। সম্প্রতি ফের যোগাযোগ করেন সুমন। গত ৫ জুলাই সুমন ৩০ হাজার টাকা চায় এবং তাঁর সঙ্গে দেখা করতে চাপ দেয়। গত রবিবার সে বিজয়গড়ে অভিনেত্রীর ভাড়া বাড়িতে যায় এবং বলপূর্বক ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে বলেই অভিযোগ। এরপর এই ঘটনার কথা কাউকে জানালে সে কয়েকটি গোপন ভিডিও ক্লিপ ও ছবি ফাঁস করে দেওয়ার হুমকিও দেয়। তবে অভিনেত্রীর দাবি, কয়েকদিন মুখ বুঁজে থাকার পর কয়েকজন বন্ধুর সাহায্যে শেষপর্যন্ত যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Post a Comment
Thank You for your important feedback