আলিপুরদুয়ার জেলার তুরতুরি চা-বাগানে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল মাঝবয়সী লেপার্ড। বুধবার গভীর রাতে তুরতুরি চা-বাগান হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে লেপার্ডটি খাঁচাবন্দি হয় । স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকায় বেশ কয়েকদিন যাবত এলাকায় বহু বাড়ি থেকে হাঁস, মুরগি, ছাগল টেনে নিয়ে যাচ্ছিল লেপার্ডটি। এলাকাবাসীরা খবর দেন বন দফতরে। বন দফতরের পক্ষ তুরতুরি চা-বাগান সংলগ্ন হাসপাতাল এলাকা খাঁচা পাতা হয়। বুধবার রাতে খাঁচাবন্দি হয় লেপার্ডটি স্বস্তির নিশ্বাস নেন গ্রামবাসীরা। বনদপ্তর লেপার্ডটি মাঝ বয়েসি। লেপার্ডটিকে উদ্ধার করে উত্তর রায়ডাক রেঞ্জের অফিসে আনা হয়েছে
আলিপুরদুয়ার জেলার তুরতুরি চা-বাগানে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল মাঝবয়সী লেপার্ড। বুধবার গভীর রাতে তুরতুরি চা-বাগান হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে লেপার্ডটি খাঁচাবন্দি হয় । স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকায় বেশ কয়েকদিন যাবত এলাকায় বহু বাড়ি থেকে হাঁস, মুরগি, ছাগল টেনে নিয়ে যাচ্ছিল লেপার্ডটি। এলাকাবাসীরা খবর দেন বন দফতরে। বন দফতরের পক্ষ তুরতুরি চা-বাগান সংলগ্ন হাসপাতাল এলাকা খাঁচা পাতা হয়। বুধবার রাতে খাঁচাবন্দি হয় লেপার্ডটি স্বস্তির নিশ্বাস নেন গ্রামবাসীরা। বনদপ্তর লেপার্ডটি মাঝ বয়েসি। লেপার্ডটিকে উদ্ধার করে উত্তর রায়ডাক রেঞ্জের অফিসে আনা হয়েছে
Post a Comment
Thank You for your important feedback