এবার খুলছে তাজমহল, লালকেল্লা, দেশের সব ঐতিহাসিক সৌধ


লকডাউন-২ পর্বে এবার খুলছে তাজমহল, লালকেল্লা সহ সব ঐতিহাসিক সৌধ। স্বাস্থ্যবিধি মেনে ৬ জুলাই থেকে দর্শকরা ঢুকতে পারবেন সর্বত্র। করোনা মহামারীতে লকডাউন ঘোষণার পর থেকেই সব বন্ধ ছিল। পুরাতাত্ত্বিক সার্ভের ৩,৪০০টি সৌধ ও দ্রষ্টব্যে ১৭ মার্চে থেকেই দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এরপর আনলক-১ পর্যায়ে ৮২০টি ধর্মীয় প্রাচীন স্থান ধীরে ধীরে স্বাস্থ্যবিধি মেনে খোলার কথা ঘোষণা করা হয়েছে। এখন সব পুরাতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থানই খোলা যেতে পারে। তবে সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারগুলি। টুইটারে এই সিদ্ধান্ত জানিয়েছেন, কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। গতমাসে খুলেছে অন্দ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি বালাজি মন্দির। মন্দিরের কর্মচারীদের পিপিই পরা, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। ভিতরে ঢোকার টিকিটের সংখ্যাও কমানো হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post