মুর্শিদাবাদের জলঙ্গি থানার বামনাবাদ বর্ডার আউট পোস্টে দুই ভারতীয় কৃষককে তুলে নিয়ে গেল বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ফলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সীমান্ত থেকে ভারতের ভূখণ্ডে প্রায় ১ কিলোমিটার ঢুকে দুজনকে তুলে নিয়ে যায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে মাঠে চাষের কাজে যায় নয়ন শেখ (২৪) ও সহিদুল শেখ (৪৫)। দুজনের বাড়ি জলঙ্গি থানা এলাকার লালকূপ অঞ্চলে। যদিও তাঁদের জমি রাজশাহি খাসমহলের ৭২/১০/এস সীমান্ত পিলারের কাছেই।
ওই দুজনের পরিবার ও স্থানীয় কৃষকদের অভিযোগ, এদিন সকালে আচমকাই বিজিবি-র কয়েকজন জওয়ান সেখানে ঢুকে পড়ে। এরপর ওই দুজনকে আটক করে বাংলাদেশে নিয়ে চলে যায়। জানা গিয়েছে, জমিটি নয়ন শেখের ছিল, সেখানে কীটনাশক ছড়ানোর কাজ করছিল সহিদুল। কিন্তু কেন বাংলাদেশি জওয়ানরা তাঁদের তুলে নিয়ে গিয়েছে সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি স্থানীয় বাসিন্দারা। তবে পুরো ঘটনার বিবরণ দিয়ে জলঙ্গি থানায় অভিযোগ জানিয়েছে নিখোঁজদের পরিবার। পুলিশের তরফে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে বিএসএফ এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই দুজন ভারতীয় কৃষককে ফিরিয়ে আনার জন্য বিজিবি-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করতে চলেছে বিএসএফ।
Post a Comment
Thank You for your important feedback