‘এনকাউন্টারে’ মারা গেল কানপুরের ডন বিকাশ দুবে। পুলিশের বক্তব্য, শুক্রবার তাকে উজ্জয়িনী থেকে কানপুরে আনার পথে বিকাশ পালানোর চেষ্টা করে। তাকে আনার জন্য যাচ্ছিল ১২ গাড়ির কনভয়। প্রবল বর্ষায় উত্তরপ্রদেশের এসটিএফের যে গাড়ি তাকে নিয়ে যাচ্ছিল সকাল সাতটার সময় কানপুরের বাররায় সেইগাড়িটি উল্টে যায়। পালানোর সময় সে এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার কেড়ে নেয়। তারপরই চলে গুলির লড়াই। সেখানেই গুলিবিদ্ধ হয় বিকাশ। হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কানপুরের আইজি পুলিশ মোহিত আগরওয়াল জানান, দুই ইন্সপেক্টর সহ চারজন পুলিশকর্মী এনকাউন্টারে জখম হয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল। বিকাসের মাথার দাম বাড়িয়ে করা হয়েছিল পাঁচ লাখ টাকা। গত ৩ জুলাই থেকেই বিকাশ ছিল পলাতক। সে কম করেও ৩০টি মামলায় প্রধান অভিযুক্ত। বৃহস্পতিবার উজ্জয়িনীর মহাকাল মন্দিরে তাকে গ্রেফতার করা হয়।
‘এনকাউন্টারে’ মারা গেল কানপুরের ডন বিকাশ দুবে। পুলিশের বক্তব্য, শুক্রবার তাকে উজ্জয়িনী থেকে কানপুরে আনার পথে বিকাশ পালানোর চেষ্টা করে। তাকে আনার জন্য যাচ্ছিল ১২ গাড়ির কনভয়। প্রবল বর্ষায় উত্তরপ্রদেশের এসটিএফের যে গাড়ি তাকে নিয়ে যাচ্ছিল সকাল সাতটার সময় কানপুরের বাররায় সেইগাড়িটি উল্টে যায়। পালানোর সময় সে এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার কেড়ে নেয়। তারপরই চলে গুলির লড়াই। সেখানেই গুলিবিদ্ধ হয় বিকাশ। হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কানপুরের আইজি পুলিশ মোহিত আগরওয়াল জানান, দুই ইন্সপেক্টর সহ চারজন পুলিশকর্মী এনকাউন্টারে জখম হয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল। বিকাসের মাথার দাম বাড়িয়ে করা হয়েছিল পাঁচ লাখ টাকা। গত ৩ জুলাই থেকেই বিকাশ ছিল পলাতক। সে কম করেও ৩০টি মামলায় প্রধান অভিযুক্ত। বৃহস্পতিবার উজ্জয়িনীর মহাকাল মন্দিরে তাকে গ্রেফতার করা হয়।
Post a Comment
Thank You for your important feedback