সোশাল মিডিয়ায় নয়নের মনি ‘বব-কাট’ চুলের হস্তিনী


নানা রকমের চুলের ছাঁটে নজর কাড়তে দেখা যায় খেলোয়ারদের। এমনকি চলচ্চিত্র জগতের তারকারাও কম যান না। কিন্তু পশু-পাখিদের চুলের ছাঁট? তাও আবার বিশালাকায় হাতির? শুনেই অবাক হতে হয়। তবে সম্প্রতি সোশাল মিডিয়ায় অভিনব চুলের ছাঁটের জন্যই চর্চার বিষয় হয়েছে এক হস্তিনী। তাঁর চুলের সুন্দর স্টাইল দশ গোল দিতে পারে খেলোয়ার থেকে ফিল্মি তারকাদের। নাম সেঙ্গামালাম, সে থাকে দক্ষিণ ভারতের মান্নারগুড়ি শহরের রাজগোপালাস্বামী মন্দিরে। তাঁরই অদ্ভুত ‘বব-কাট’ ছাঁট ইতিমধ্যেই ইন্টারনেটে হটকেক। জানা গিয়েছে, ২০০৩ সালে কেরল থেকেই হস্তিনী সেঙ্গামালামকে তামিলনাড়ুর মান্নারগুড়ির রাজগোপালস্বামী মন্দিরে নিয়ে আসেন মাহুত। রাজাগোপালন নামের ওই মাহুতই হস্তিনীটির সুন্দর চুলের পরিচর্চা করেন। তাঁর কথায়, ২০১৮ সালে ইন্টারনেটে একটি হাতির সুন্দর চুলের ছাঁট দেখেই অনুপ্রণীত হয়েছিলাম। এরপরই সেঙ্গামালামের চুলের যত্ন নেওয়া শুরু করি। তবে হাতিটি শান্ত ও বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্যই এটা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন এই সুন্দর বব-কাট চুলের জন্য প্রতিদিন ৩ বার করে চুলে শ্যাম্পু করাতে হয়। রাজাগোপালস্বামী মন্দিরে যাওয়া দর্শনার্থীরা ‘বব-কাট’ চুলের হস্তিনী সেঙ্গামালামের সঙ্গে দেখা করতে ভোলেন না।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post