বুধবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হল তামিলনাড়ুর এক তাপবিদ্যুৎ কেন্দ্রে। চেন্নাই থেকে ১৮০ কিমি দূরে কুড্ডালোর জেলায় নিয়েভেলি লিগনাইট করপোরেশন তাপবিদ্যুত্ কেন্দ্রের বয়লারে ফেটেই এই বিপত্তি। এই ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন ১৩ জনের বেশি। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যাচ্ছে, ওই বয়লারের দ্বিতীয় ধাপে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই চারজনের দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলবাহিনী। তাপবিদ্যুত্ কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, ‘সকল আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে সময় বিস্ফোরণটি হয়, সে সময় বয়লারটি সক্রিয় ছিল না। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে’। উল্লেখ্য, এই তাপবিদ্যুৎ কেন্দ্রে বিগত দুমাসে দুবার বিস্ফোরণ হল। এর আগে মে মাসে বয়লারে বিস্ফোরণ হয়েছিল। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছিলেন ৮ কর্মী। এবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় প্রশ্ন উঠছে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বুধবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হল তামিলনাড়ুর এক তাপবিদ্যুৎ কেন্দ্রে। চেন্নাই থেকে ১৮০ কিমি দূরে কুড্ডালোর জেলায় নিয়েভেলি লিগনাইট করপোরেশন তাপবিদ্যুত্ কেন্দ্রের বয়লারে ফেটেই এই বিপত্তি। এই ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন ১৩ জনের বেশি। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যাচ্ছে, ওই বয়লারের দ্বিতীয় ধাপে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই চারজনের দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলবাহিনী। তাপবিদ্যুত্ কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, ‘সকল আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে সময় বিস্ফোরণটি হয়, সে সময় বয়লারটি সক্রিয় ছিল না। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে’। উল্লেখ্য, এই তাপবিদ্যুৎ কেন্দ্রে বিগত দুমাসে দুবার বিস্ফোরণ হল। এর আগে মে মাসে বয়লারে বিস্ফোরণ হয়েছিল। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছিলেন ৮ কর্মী। এবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় প্রশ্ন উঠছে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে।
Post a Comment
Thank You for your important feedback