কেন্দ্র থেকে রাজ্যের কোষাগারে এল ৪১,৭৭৫ কোটি


পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশমতো পশ্চিমবঙ্গকে ৪১,৭৭৫ কোটি টাকা দিল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার টুইটে জানিয়েছেন, দেশের ১৪টি রাজ্যের জন্য ৬,১৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে বিকেন্দ্রীকরণের পর রাজস্ব ঘাটতি অনুদান হিসেবে সমান মাসিক অনুদানের চতুর্থ কিস্তি হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে। এই অনুদান করোনা সঙ্কটে রাজ্যগুলিকে অতিরিক্ত রাজস্বের যোগান দেবে। এর আগে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্র বাংলাকে প্রাপ্য থেকে বঞ্চিত করছে। আমফানের পর কেন্দ্র প্রাথমিকভাবে রাজ্যকে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্য করে। কিন্তু একাধিক জেলায় প্রচুর ক্ষয়ক্ষতির নিরিখে তা মোটেই যথেষ্ট নয় বলে জানিয়ে দিয়েছে রাজ্য। এমনিতেই কলকারখানা বন্ধ। লকডাউনের জেরে রাজস্ব আদায় প্রায় শূন্য। মমতা জানাচ্ছেন, যা কিছু করতে হচ্ছে, তা রাজ্যের নিজস্ব অর্থ দিয়েই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post