ভারত–চিন সীমান্ত উত্তেজনা অনলাইন দুনিয়াতেও। চিন তাদের সাইবার অ্যাটাকও করতে পারে বলে ধারণা ভারতের। দেশের অন্যতম আকর্ষণ সিনেমা ব্যবহার করেই চিন সাইবার আক্রমণ চালাতে পারে। মহারাষ্ট্রের সাইবার বিভাগ ১০টি ফিল্ম ও ১০টি ওয়েব সিরিজের নামের তালিকা প্রকাশ করেছে। এই ১০টি ফিল্ম ও ১০টি ওয়েব সিরিজ কোনও ফ্রি সাইটে ঢুকে দেখলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট ‘হ্যাক’ হয়ে যেতে পারে। কিংবা ব্যবহারকারীর অজান্তেই কোনো ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যেতে পারে কম্পিউটারে। মহারাষ্ট্রের সাইবার বিভাগ জানিয়েছে, ১০টি সিনেমা ও ১০টি ওয়েব সিরিজ ওয়েবসাইটে ফ্রিতে দেখার মধ্য দিয়ে সাইবার আক্রমণের শিকার হতে পারেন ব্যবহারকারী। মহারাষ্ট্র সাইবার বিভাগ যেসব ছবির নামের তালিকা তৈরি করেছে, তাতে বাহুবলী, ছপাক, গালি বয়, মর্দানি টু, দিল্লি ক্রাইম, জওয়ানি দিওয়ানি, রজনীগন্ধা, পঞ্চায়েত, নার্কোস–এর মতো ফিল্ম ও ওয়েব সিরিজও আছে।
ভারত–চিন সীমান্ত উত্তেজনা অনলাইন দুনিয়াতেও। চিন তাদের সাইবার অ্যাটাকও করতে পারে বলে ধারণা ভারতের। দেশের অন্যতম আকর্ষণ সিনেমা ব্যবহার করেই চিন সাইবার আক্রমণ চালাতে পারে। মহারাষ্ট্রের সাইবার বিভাগ ১০টি ফিল্ম ও ১০টি ওয়েব সিরিজের নামের তালিকা প্রকাশ করেছে। এই ১০টি ফিল্ম ও ১০টি ওয়েব সিরিজ কোনও ফ্রি সাইটে ঢুকে দেখলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট ‘হ্যাক’ হয়ে যেতে পারে। কিংবা ব্যবহারকারীর অজান্তেই কোনো ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যেতে পারে কম্পিউটারে। মহারাষ্ট্রের সাইবার বিভাগ জানিয়েছে, ১০টি সিনেমা ও ১০টি ওয়েব সিরিজ ওয়েবসাইটে ফ্রিতে দেখার মধ্য দিয়ে সাইবার আক্রমণের শিকার হতে পারেন ব্যবহারকারী। মহারাষ্ট্র সাইবার বিভাগ যেসব ছবির নামের তালিকা তৈরি করেছে, তাতে বাহুবলী, ছপাক, গালি বয়, মর্দানি টু, দিল্লি ক্রাইম, জওয়ানি দিওয়ানি, রজনীগন্ধা, পঞ্চায়েত, নার্কোস–এর মতো ফিল্ম ও ওয়েব সিরিজও আছে।
Post a Comment
Thank You for your important feedback