চিনের সঙ্গে দীর্ঘ সংঘাতের জন্য তৈরি হচ্ছে ভারতীয় সেনা


চিনের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য তৈরি হচ্ছে ভারত। আসন্ন শীতে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সবরকম রসদ মজুত করার কাজ শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রক এব্যাপারে বিস্তৃত পরিকল্পনা করছে। বাড়তি সেনা, গাড়ি, জ্বালানি তেল নিয়ে যাওয়া হচ্ছে সেখানে। তৈরি করা হচ্ছে জওয়ানদের থাকার জায়গাও। জানা গিয়েছে, সীমান্তে পৌঁছনোর দুটি উপায় মানালি ও শ্রীনগর থেকে সড়কপথ। অক্টোবরের শেষ থেকেই বরফের জন্য তা চারমাস বন্ধ হয়ে যায়। সেই পথেই মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে। শ্রীনগরের রাস্তায় ১১,৫০০ ফুট উচ্চতায় জোজিলা পাস নভেম্বরের গোড়া থেকেই বন্ধ হয়ে যাবে। মানালি রুটে ১৩ হাজার ফুট উচ্চতায় রোটাং পাস বন্ধ হবে তারও আগে। সেইসময় একমাত্র আকাশপথে যোগাযোগ রাখতে হয়। লে থেকে বিমান ছাড়তে হয় দুপুরের আগে। সেসব জায়গায় শীতে তাপমাত্রা হয় মাইনসা ১৫ ডিগ্রি সেলসিয়াস। লাদাখে দুই ডিভিশন বা প্রায় ১৬ হাজার সেনা মোতায়েন ছাড়াও মে মাসে আরও দুটি বাড়তি ডিভিশন পাঠানো হয়েছে। লে থাকে দৌলত বেগ ওল্ডি, দেরসাং, গালওয়ান, প্যানগং সো, হট স্প্রিংস ও তাংসেতে রসদ পৌঁছনো হবে খার্দুং লা বা চাং লা দিয়ে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post