প্রয়াত বলিউডের ‘কোরিওগ্রাফার’ সরোজ খান


ফের খারাপ খবর বলিউডে। বৃহস্পতিবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। বলিউডে তিনি মাস্টারজি নামেই খ্যাত ছিলেন। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মেয়ে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে সরোজের বয়স হয়েছিল ৭১ বছর। সূত্রের খবর, গত ২০ জুন প্রবল শ্বাসকষ্ট নিয়ে বান্দ্রার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সরোজ। তাঁর কোভিড টেস্টও করা হয়েছিল। তবে রিপোর্ট নেগেটিভ আসে। তবে পরবর্তী সময়ে অবস্থার উন্নতিও হয়েছিল এই নৃত্য সম্রাজ্ঞীর। কিন্তু সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হল না সরোজ খানের। শেষ পর্যন্ত হৃদযন্ত্র থমকে গেল মাধুরী দীক্ষিতের বিখ্যাত নাচ ‘ধক ধক’ গানের কোরিওগ্রাফারের। সরোজ খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। ১৯৪৮ সালের ২২ নভেম্বর মুম্বই শহরে জন্ম তাঁর। তাঁর আসল নাম ছিল নির্মলা নাগপাল। ১৯৭৪ সালে ‘গীতা মেরা নাম’ ছবিতে কোরিয়োগ্রাফির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। তবে ১৯৮৭ সালে মিস্টার ইন্ডিয়া, ১৯৮৬ সালে নাগিনা, ১৯৮৯ সালে চাঁদনি, ১৯৮৮ সালের তেজাব সিনেমাই তাঁকে বলিউডে প্রতিষ্ঠা দিয়েছিল। পরবর্তী সময়ে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, হাম দিল দে চুকে সনম, দেবদাস, জব উই মেট, মণি কর্নিকা-র মতো বিখ্যাত সিনেমায় কাজ করেছেন সরোজ খান। তাঁর শেষ ছবি মাধুরী দীক্ষিতের কলঙ্ক। ২০২০ সাল একেবারেই ভালো যাচ্ছে না বলিউডের। প্রথমে ইরফান খান, এরপর একে একে ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যু। এবার কোরিওগ্রাফার সরোজ খানও চলে গেলেন। ফলে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post