সল্টলেকে প্রোমোটার রাজীবরঞ্জন কুমারকে গ্রেফতার করেছে সিআইডি। পুলিশসূত্রে জানা গিয়েছে, সল্টলেকের এক বৃদ্ধা কয়েক বছর আগে ডিবি ব্লকের ১২২ নম্বর প্লট হস্তান্তর করে আরবান ডেভলপমেন্ট (রাজ্য নগর উন্নয়ন দফতর) দফতরকে। এরপরে বৃদ্ধা মহিলা মুম্বইয়ে মেয়ের কাছে চলে যান। তারপর কয়েক বছর পর তাঁর মুম্বইয়ের বাড়িতে ইউডির অফিসার সেজে পৌছন দুজন ব্যক্তি। তাদের নাম রোমি হিরাবত ও বকুল লাড্ডা। ওই বৃদ্ধাকে ভুয়ো ইউডি অফিসার বলেন, আমরা কলকাতার ইউডি দফতর থেকে এসেছি। আপনার সল্টলেকের জমির টাকা দেওয়ার জন্য। ১৫ লক্ষ টাকার চেক দিয়ে বৃদ্ধা মহিলার কাছ থেকে একটি কাগজে সই করিয়ে নেন। সেইসময় বৃদ্ধা মহিলার মেয়ের সন্দেহ হয়। তাদের কাছে ইউডি অফিসারের পরিচয়পত্র দেখতে চান। সেইসময় ওই দুজন ইউডি দফতরের ভুয়ো পরিচয়পত্র দেখান। বৃদ্ধার মেয়ে ভুয়ো পরিচয়পত্রের ছবি তুলে রাখেন। এরপর তিনি কলকাতার ইউডি দফতরের সঙ্গে যোগাযোগ করেন। তাদের পরিচয়পত্রের ছবি পাঠান। সেই ক্ষেত্রে ইউডি দফতরের পক্ষ থেকে জানানো হয়, ওই দুজন ইউডি দফতরের কর্মী নন। এরপরে বৃদ্ধার মেয়ে বিধাননগর উত্তর থানায় মেল মারফত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর উত্তর থানার পুলিশ। পাশাপাশি আরবান ডেভেলপমেন্ট দফতরের পক্ষ থেকে সিআইডিতে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন সিআইডি অফিসাররা। তদন্তে সিআইডি অফিসাররা জানতে পারেন ওই সরকারি জমিতে বাড়ি করেছেন রাজীবরঞ্জন কুমার। সরকারি সরকারি জমির জাল কাগজপত্র তৈরি করে বাড়িটি করেছেন। বুধবার সকালে সল্টলেক থেকে রাজীবরঞ্জন কুমারকে গ্রেফতার করে সিআইডি। এই কাণ্ডে যে দুজন মুম্বইয়ে ওই বৃদ্ধার বাড়িতে গিয়েছিল ভুয়ো ইউডি অফিসার সেজে তাদের খোঁজ চালাচ্ছে সিআইডি।
সল্টলেকে প্রোমোটার রাজীবরঞ্জন কুমারকে গ্রেফতার করেছে সিআইডি। পুলিশসূত্রে জানা গিয়েছে, সল্টলেকের এক বৃদ্ধা কয়েক বছর আগে ডিবি ব্লকের ১২২ নম্বর প্লট হস্তান্তর করে আরবান ডেভলপমেন্ট (রাজ্য নগর উন্নয়ন দফতর) দফতরকে। এরপরে বৃদ্ধা মহিলা মুম্বইয়ে মেয়ের কাছে চলে যান। তারপর কয়েক বছর পর তাঁর মুম্বইয়ের বাড়িতে ইউডির অফিসার সেজে পৌছন দুজন ব্যক্তি। তাদের নাম রোমি হিরাবত ও বকুল লাড্ডা। ওই বৃদ্ধাকে ভুয়ো ইউডি অফিসার বলেন, আমরা কলকাতার ইউডি দফতর থেকে এসেছি। আপনার সল্টলেকের জমির টাকা দেওয়ার জন্য। ১৫ লক্ষ টাকার চেক দিয়ে বৃদ্ধা মহিলার কাছ থেকে একটি কাগজে সই করিয়ে নেন। সেইসময় বৃদ্ধা মহিলার মেয়ের সন্দেহ হয়। তাদের কাছে ইউডি অফিসারের পরিচয়পত্র দেখতে চান। সেইসময় ওই দুজন ইউডি দফতরের ভুয়ো পরিচয়পত্র দেখান। বৃদ্ধার মেয়ে ভুয়ো পরিচয়পত্রের ছবি তুলে রাখেন। এরপর তিনি কলকাতার ইউডি দফতরের সঙ্গে যোগাযোগ করেন। তাদের পরিচয়পত্রের ছবি পাঠান। সেই ক্ষেত্রে ইউডি দফতরের পক্ষ থেকে জানানো হয়, ওই দুজন ইউডি দফতরের কর্মী নন। এরপরে বৃদ্ধার মেয়ে বিধাননগর উত্তর থানায় মেল মারফত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর উত্তর থানার পুলিশ। পাশাপাশি আরবান ডেভেলপমেন্ট দফতরের পক্ষ থেকে সিআইডিতে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন সিআইডি অফিসাররা। তদন্তে সিআইডি অফিসাররা জানতে পারেন ওই সরকারি জমিতে বাড়ি করেছেন রাজীবরঞ্জন কুমার। সরকারি সরকারি জমির জাল কাগজপত্র তৈরি করে বাড়িটি করেছেন। বুধবার সকালে সল্টলেক থেকে রাজীবরঞ্জন কুমারকে গ্রেফতার করে সিআইডি। এই কাণ্ডে যে দুজন মুম্বইয়ে ওই বৃদ্ধার বাড়িতে গিয়েছিল ভুয়ো ইউডি অফিসার সেজে তাদের খোঁজ চালাচ্ছে সিআইডি।
Post a Comment
Thank You for your important feedback