রোজই ভাঙছে রেকর্ড। শেষ দু’দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২২,৭৭১ জন। যা একদিনের নিরীখে সর্বোচ্চ। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জন। পরিসংখ্যান অনুযায়ী গোটা বিশ্বে সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকা রাশিয়ার থেকে ভারত সামন্যই পিছিয়ে। বিশেষজ্ঞদের মতে, ভারতে এই হারে সংক্রমিত হতে থাকলে আগামী মঙ্গলবারই আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছুঁয়ে যাবে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৪২ জনের। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৮ হাজার ৬৫৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে এখনও পর্যন্ত ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। ফলে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, দেশে করোনায় সুস্থতার হার প্রায় ৬১ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ২২ হাজারের বেশি নতুন করে করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৩৫ জন। ফলে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রনে রয়েছে বলেই দাবি স্বাস্থ্যকর্তাদের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, দ্রুততার সঙ্গে উপসর্গ ধরা পড়া এরপর পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসার ব্যবস্থা, এই তিন পর্যায়ে যথাযথ পদক্ষেপের ফলেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। অপরদিকে শুক্রবার রাজ্য সরকারের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৬৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে। মৃত্যু হয়েছে ১৮ জনের। সুস্থ হয়েছেন ৫৩৪ জন।
রোজই ভাঙছে রেকর্ড। শেষ দু’দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২২,৭৭১ জন। যা একদিনের নিরীখে সর্বোচ্চ। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জন। পরিসংখ্যান অনুযায়ী গোটা বিশ্বে সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকা রাশিয়ার থেকে ভারত সামন্যই পিছিয়ে। বিশেষজ্ঞদের মতে, ভারতে এই হারে সংক্রমিত হতে থাকলে আগামী মঙ্গলবারই আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছুঁয়ে যাবে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৪২ জনের। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৮ হাজার ৬৫৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে এখনও পর্যন্ত ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। ফলে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, দেশে করোনায় সুস্থতার হার প্রায় ৬১ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ২২ হাজারের বেশি নতুন করে করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৩৫ জন। ফলে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রনে রয়েছে বলেই দাবি স্বাস্থ্যকর্তাদের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, দ্রুততার সঙ্গে উপসর্গ ধরা পড়া এরপর পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসার ব্যবস্থা, এই তিন পর্যায়ে যথাযথ পদক্ষেপের ফলেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। অপরদিকে শুক্রবার রাজ্য সরকারের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৬৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে। মৃত্যু হয়েছে ১৮ জনের। সুস্থ হয়েছেন ৫৩৪ জন।
Post a Comment
Thank You for your important feedback