মাস্ক তো সকলেই পরছেন। কিন্তু সোনার মাস্ক? মহারাষ্ট্রের একজন ঘুরে বেড়াচ্ছেন সোনার তৈরি মাস্ক পরে। দাম ২ লাখ ৯০ হাজার টাকা। রীতিমতো হইচই পড়ে গিয়েছে মহারাষ্ট্রে।
পিম্পরি-চিনওয়াড় শহরের এই সোনার মাস্কের মালিক শঙ্কর কুরাদে। সোনার জন্য তাঁর প্রীতি এলাকার সবাই জানে। সোনার মাস্ক পরা তাঁর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপর ধেয়ে আসছে সমালোচনা।
শঙ্কর অবশ্য বলছেন, ওই স্বর্ণ মুখাবরণে রয়েচে ছোট ছোট ছিদ্র। পরতেও বেশ আরাম লাগছে। তবে এতে করোনাকে পুরোপুরি আটকানো যাবে কিনা, তা তিনি নিশ্চিত নন।
মাস্কটি তৈরি করা হয়েছে পাতলা সোনার পাত দিয়ে। তাতে লাগানো হয়েছে সোনার সুতো। হিসেব কষলে বাজারদরে এই একটা মাস্কের দামেই ১ লাখ ৭৫ হাজার সাধারণ মাস্ক কেনা যেত। কিংবা কেনা যেত ৭০০ পিপিই। মহারাষ্ট্রে শঙ্করের মতো স্বর্ণপ্রেমী নেহাত কম নয়। যেমন নাসিকের পঙ্কজ পারেখ বানিয়েছেন ৪ কিলো ১০ গ্রামের খাঁটি সোনার শার্ট। দাম ১ কোট ৩০ লাখরেও বেশি। সোনার এই শার্চই তাঁকে পৌঁছে দিয়েছে গিনেস বুকে।
Post a Comment
Thank You for your important feedback