নেপালে নিষিদ্ধ হল দূরদর্শন ছাড়া সব ভারতীয় বেসরকারি টিভি চ্যানেল। বন্ধ করা হয়েছে বিদেশি চ্যানেলের সম্প্রসারণও। নেপালের যোগাযোগ ও তথ্যমন্ত্রী যুবরাজ খাটিওয়ারা জানিয়েছেন, নেপালের নেতাদের চরিত্রহনন করছে বিদেশের টিভি। তাদের বিরুদ্ধে মামলার কথা ভাবা হচ্ছে। তাঁর কথায় নেপাল সরকার সংবাদমাধ্যমের বিষয়ে হস্তক্ষেপ করে না। কিন্তু বিদেশের টিভিতে লাগাতার নেপালের নেতা ও জনগণের নামে কুৎসা করা হচ্ছে। প্রধানমন্ত্রী কো পি ওলি ও চিনা রাষ্ট্রদূত হউ ইয়াংক্সিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। এনিয়ে ভারতের বিদেশমন্ত্রকের কাছেও কিছু ভারতীয় চ্যানেলের নামে নালিশ করেছেন নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য।
নেপালে নিষিদ্ধ হল দূরদর্শন ছাড়া সব ভারতীয় বেসরকারি টিভি চ্যানেল। বন্ধ করা হয়েছে বিদেশি চ্যানেলের সম্প্রসারণও। নেপালের যোগাযোগ ও তথ্যমন্ত্রী যুবরাজ খাটিওয়ারা জানিয়েছেন, নেপালের নেতাদের চরিত্রহনন করছে বিদেশের টিভি। তাদের বিরুদ্ধে মামলার কথা ভাবা হচ্ছে। তাঁর কথায় নেপাল সরকার সংবাদমাধ্যমের বিষয়ে হস্তক্ষেপ করে না। কিন্তু বিদেশের টিভিতে লাগাতার নেপালের নেতা ও জনগণের নামে কুৎসা করা হচ্ছে। প্রধানমন্ত্রী কো পি ওলি ও চিনা রাষ্ট্রদূত হউ ইয়াংক্সিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। এনিয়ে ভারতের বিদেশমন্ত্রকের কাছেও কিছু ভারতীয় চ্যানেলের নামে নালিশ করেছেন নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য।
Post a Comment
Thank You for your important feedback