
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার সাবড়া এলাকা থেকে প্রায় ১ লক্ষ টাকার জালনোট উদ্ধার করল পুলিশ। জালনোট পাচারের চেষ্টার অভিযোগে বেলদা থানার পুলিশ দুজনকে গ্রেফতারও করেছে। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে সাবড়া গ্রামে হানা দেয় পুলিশ। দীর্ঘক্ষণ ওঁত পেতে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পরে ওই দুই দুষ্কৃতী। তবে কোথা থেকে এই জালনোট তাঁরা জোগার করেছে সেই ব্যাপারে খোলসা করেনি পুলিশ। তবে ধৃতদের জেরা করছে পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে ২০০টি জাল ৫০০ টাকার নোট পাওয়া গিয়েছে। সেই সঙ্গে তাঁদের মোটরবাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে তাঁরা এর আগে কোথাও জালনোট ছড়িয়েছে কিনা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃতরা আন্তর্জাতিক জালনোট পাচার চক্রের সঙ্গে জড়িত। ধৃত দুজনকেই সোমবার আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback