আরও ৪ দেশের সঙ্গে এশিয়া কাপের আয়োজনের দাবিদার ভারত


২০২৭ সালের এশিয়া কাপের জন্য দাবি জানাল ভারত। সেইসঙ্গে দাবিদার আরও চারটি দেশ। এশিয়ান ফুটবল ফেডারেশন এই খবর জানিয়েছে। এশিয়ার এই প্রিমিয়ার টুর্নামেন্টের জন্য অন্য দাবিদাররা হল ইরান, সৌদি আরব ও উজবেকিস্তান। এখন প্রত্যেক দাবিদার দেশের সঙ্গে আলাদা আলাদা কথা বলবে ফেডারেশন। ২০২১ সালে তাদের দাবিপত্র নিয়ে এই আলোচনা শুরু হবে। তারপরই ঘোষণা করা হবে ২০২৭ সালের ১৯ তম এশিয়া কাপ কোথায় হবে। ফেডারেশনের সভাপতি শেখ সলমন বিন ইব্রাহিম অল খলিফা জানিয়েছেন, দাবিদারদের জন্য শুভেচ্ছা রইল। দাবিদার পাঁচটি দেশের মধ্যে দুটি দেশ ১৯৫৬ সালে এশিয়া কাপ শুরু পর থেকে ইতিমধ্যেই দুবার তাদের দেশে টুর্নামেন্টের আয়োজক হয়েছে। কাতারে ১৯৮৮ ও ২০১১ সালে এশিয়া কাপ হয়েছে। ইরান নিজেদের দেশের মাটিতে ১৯৬৮ ও ১৯৭৬ সালে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। কাপের তিনবারের চ্যাম্পিয়ন সৌদি আরব, উজবেকিস্তান ও ভারত এই প্রথম কাপ আয়োজকের দাবি জানাচ্ছে। ২০২২ সালের এএফসি আন্ডার ১৯ মহিলা ফুটবল হতে চলেছে ভারতে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post