কাটোয়ায় দেখতে আসুন ডলফিন


ডলফিন দেখতে চান? এখন আর ডলফিন দেখতে যেতে হবে না পুরী অথবা চিলকায়। বর্ধমানের কাটোয়ায় দেখতে পাওয়া যাচ্ছে গঙ্গার ডলফিন, যাকে অনেক শুশুক বলে থাকেন। তাই রাজ্যে প্রথম ডলফিন সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। নোনা জল থেকে মিষ্টি জলে চলে আসছে প্রচুর ডলফিন। অজয় আর গঙ্গার সঙ্গমস্থলে প্রচুর খাবার পাওয়ায় শুশুকরা দল বেঁধেছে এখানে। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন কাটোয়ায়।
একটি পূর্ণবয়স্ক ডলফিনের ওজন ৪০ থেকে ৬৫ কিলোগ্রাম হতে পারে। এরা ২৫ বছর পর্যন্ত বাঁচে। মানুষের মতোই এরা বাতাস থেকে অক্সিজেন নেয়। পাশাপাশি জলের দূষণ রোধে এদের ভূমিকা পৃথিবীতে জীববৈচিত্র বাঁচিয়ে রাখতে এদের সংরক্ষণে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারের পক্ষ থেকে একটি স্পিডবোট দেওয়া হয়েছে সংরক্ষিত ডলফিনদের নজরদারি করার জন্য। আগামী দিনে প্রচুর মানুষ ভিড় জমাবেন এখানে ডলফিন দেখার জন্য, গড়ে উঠবে পর্যটন কেন্দ্র এমনটাই আশা এলাকাবাসীদের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post