কাল থেকে দেশি পর্যটকদের জন্য খুলছে গোয়া


দেশি পর্যটকদের জন্য ফের খুলছে গোয়া। গোয়ারা পর্যটনমন্ত্রী মনোহর আজগাওকর জানিয়েছেন, বৃহস্পতিবার ২ জুলাই থেকেই চালু হচ্ছে ২৫০টি হোটেলও। মার্চে লকডাউন জারি হওয়ার পর থেকেই গোয়া পর্যটকদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পর্যটন খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যে হোটেলগুলি খুলবে, তাদের সরকারি নির্দিষ্ট সব নিয়মবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। সব নিয়ম মেনেই আসতে হবে দেশি পর্যটকদের। তবে যাঁরা আসবেন তাঁদের আগে থেকেই পর্যটন বিভাগের অনুমোদিত হোটেল বুক করে আসতে হবে। যেসব হোটেল ও হোম স্টে পর্যটন বিভাগের অনুমোদন পায়নি, সেগুলি বন্ধই থাকবে। সব পর্যটককে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। অথবা গোয়ায় এসে তাঁদের করোনার নমুনা পরীক্ষা করাতে হবে। তার ফল না আসা পর্যন্ত থাকতে হবে সরকারি কোয়ারেন্টাইনে। করোন ধরা পড়লে চিকিৎসার জন্য তিনি গোয়ায় থেকে যেতে পারেন অথবা নিজের রাজ্যে ফিরেও যেতে পারেন। ইতিমধ্যেই সামাজিক দূরত্ব বিধি মেনে কিছু রেস্তরাঁ খুলেও গিয়েছে। তবে বন্ধই রয়েছে বার। ৩০ জুন পর্যন্ত গোয়ায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১,৩১৫ জন। সুস্থ হয়েচেন ৫৯৬ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post