এক ছাগপালক করোনা পজিটিভ হয়েছেন। তাই তাঁর পালিত ৪৭টি ছাগলকে কোয়ারেন্টাইনে পাঠানো হল। এমনই ঘটনা ঘটেছে কর্নাটকে। জানা গিয়েছে, কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে ১২৭ কিমি দুরের গণ্ডগ্রাম গোডেকেরে। এই গ্রামে প্রায় ৩০০ পরিবারের বাস। সম্প্রতি এই গ্রামের দুজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এরমধ্যে ওই ছাগপালকও রয়েছেন। দাবি, এরপরই তাঁর ৪টি ছাগলের মৃত্যু হয়েছে। ফলে তীব্র আতঙ্ক ছড়ায় গোডাকেরে গ্রামের মানুষদের মধ্যে। খবর পেয়ে সেখানে যায় পশুস্বাস্থ্য বিভাগের কর্মীরা। কিন্তু তাঁরা গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়েন। কারণ প্রথমে গ্রামবাসীরা ভেবেছিলেন কর্মীরা বাকি ছাগল মেরে ফেলবেন। কিন্তু পরে গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে তাঁরা ছাগলগুলিকে কোয়ারেন্টাইনে পাঠান। গ্রামের বাইরে এক নির্জন জায়গায় রাখা হয়েছে ৪৭টি ছাগলকে। কর্নাটকের পশুস্বাস্থ্য বিভাগের সচিব পি মনিভান্নান জানিয়েছেন, মৃত ছাগলগুলির ময়নাতদন্ত করা হবে। এমনকী ছাগলগুলির সোয়াব নমুনা বেঙ্গালুরুর ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল হেলথ অ্যান্ড ভেটেরিনারি বায়োলজিকসকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, এর আগে বিদেশে কয়েক জায়গায় পশুর শরীরেও করোনার উপস্থিতি টের পাওয়া গিয়েছে। তাই এখানে কোনও ঝুঁকি নিতে চায়নি স্থানীয় প্রশাসন। অগত্যা ৪৭টি ছাগলের কোয়ারেন্টাইনে নিভৃতবাস।
এক ছাগপালক করোনা পজিটিভ হয়েছেন। তাই তাঁর পালিত ৪৭টি ছাগলকে কোয়ারেন্টাইনে পাঠানো হল। এমনই ঘটনা ঘটেছে কর্নাটকে। জানা গিয়েছে, কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে ১২৭ কিমি দুরের গণ্ডগ্রাম গোডেকেরে। এই গ্রামে প্রায় ৩০০ পরিবারের বাস। সম্প্রতি এই গ্রামের দুজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এরমধ্যে ওই ছাগপালকও রয়েছেন। দাবি, এরপরই তাঁর ৪টি ছাগলের মৃত্যু হয়েছে। ফলে তীব্র আতঙ্ক ছড়ায় গোডাকেরে গ্রামের মানুষদের মধ্যে। খবর পেয়ে সেখানে যায় পশুস্বাস্থ্য বিভাগের কর্মীরা। কিন্তু তাঁরা গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়েন। কারণ প্রথমে গ্রামবাসীরা ভেবেছিলেন কর্মীরা বাকি ছাগল মেরে ফেলবেন। কিন্তু পরে গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে তাঁরা ছাগলগুলিকে কোয়ারেন্টাইনে পাঠান। গ্রামের বাইরে এক নির্জন জায়গায় রাখা হয়েছে ৪৭টি ছাগলকে। কর্নাটকের পশুস্বাস্থ্য বিভাগের সচিব পি মনিভান্নান জানিয়েছেন, মৃত ছাগলগুলির ময়নাতদন্ত করা হবে। এমনকী ছাগলগুলির সোয়াব নমুনা বেঙ্গালুরুর ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল হেলথ অ্যান্ড ভেটেরিনারি বায়োলজিকসকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, এর আগে বিদেশে কয়েক জায়গায় পশুর শরীরেও করোনার উপস্থিতি টের পাওয়া গিয়েছে। তাই এখানে কোনও ঝুঁকি নিতে চায়নি স্থানীয় প্রশাসন। অগত্যা ৪৭টি ছাগলের কোয়ারেন্টাইনে নিভৃতবাস।
Post a Comment
Thank You for your important feedback