উত্তরবঙ্গ, সিকিম ও অন্য উত্তরপূর্বের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। রবিবার থেকে বৃহস্পতিবার চলবে এই বৃষ্টি। হিমালয়ের পাদদেশে মৌসুমি বায়ু যাওয়ায় এবং বঙ্গোপসাগরে জোরালো আর্দ্রতার জন্যই এই প্রবল বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, এই বৃষ্টির ফলে বহু এলাকায় পাহাড়ে ধস নামতে পারে। নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে। বাড়তে পারে নদীর জলস্তর। অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। ১৩ জুলাই পর্যন্ত জারি লাল সতর্কতা। ১৪ ও ১৫ জুলাই উত্তরের জেলাগুলিতে জারি থাকবে কমলা সতর্কতা। এদিকে, সিকিমে সিংতামে তিস্তা বিপদসীমার উপরে বইছে। উত্তর সিকিমে ভূমিধসে ভেহে পড়েছে বাড়ি।
উত্তরবঙ্গ, সিকিম ও অন্য উত্তরপূর্বের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। রবিবার থেকে বৃহস্পতিবার চলবে এই বৃষ্টি। হিমালয়ের পাদদেশে মৌসুমি বায়ু যাওয়ায় এবং বঙ্গোপসাগরে জোরালো আর্দ্রতার জন্যই এই প্রবল বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, এই বৃষ্টির ফলে বহু এলাকায় পাহাড়ে ধস নামতে পারে। নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে। বাড়তে পারে নদীর জলস্তর। অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। ১৩ জুলাই পর্যন্ত জারি লাল সতর্কতা। ১৪ ও ১৫ জুলাই উত্তরের জেলাগুলিতে জারি থাকবে কমলা সতর্কতা। এদিকে, সিকিমে সিংতামে তিস্তা বিপদসীমার উপরে বইছে। উত্তর সিকিমে ভূমিধসে ভেহে পড়েছে বাড়ি।
Post a Comment
Thank You for your important feedback