দিঘা মৎস্যবন্দরে এল বিপুল পরিমাণ ইলিশ। সোমবারই দিঘার মাছ বাজারে চলে এল মরশুমের প্রথম ইলিশ ভর্তি ট্রলার। জানা গিয়েছে, ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ভালো ইলিশ উঠেছে মৎসজীবীদের জালে। যা দিঘার মোহনা মাছ বাজারে দাম উঠেছে ৬০০ থেকে ৮০০ টাকা প্রতি কেজি। করোনা সংক্রমণ ও পরবর্তী সময় ঘূর্ণীঝড় আমফানের জেরে দুমাস বন্ধ ছিল সমুদ্রে মাছ ধরা। লকডাউন শিথিল হতেই গত ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যায় বেশ কয়েকটি ট্রলার। আবার করোনার জেরে দিঘার মোহনায় মৎস্যবন্দর বন্ধ ছিল। ফলে সমুদ্রে মাছ ধরা পড়লেও মাছ বিক্রি নিয়ে সংশয় তৈরি হয়। করোনার জেরে অনেকেই সমুদ্রে মাছ ধরতে যেতে অস্বীকার করেন বলে জানা যায়। ট্রলার মালিকদের একাংশও সমুদ্রে যাওয়ার ব্যাপারে নারাজ ছিল। অবশেষে সমস্ত টানাপোড়েন কাটিয়ে গত ১ জুলাই ফের সমুদ্রে ট্রলার যায়। এরমধ্যেই বর্ষার ইলশেগুঁড়ি বৃষ্টি হওয়ায় ইলিশের সন্ধান পাওয়া নিয়ে আশা করেছিলেন মৎস্যজীবীরা। তাঁদের আশা বাস্তবে পরিণত করে দিঘায় এল বিপুল পরিমান ইলিশ। পুবালি হাওয়া ও ইলশেগুঁড়ি বৃষ্টির জন্য আরও ইলিশ জালে পড়ার আশা করছেন দিঘার মৎস্যজীবী থেকে শুরু করে মাছ ব্যবসায়ীরা। সবে কয়েকটি ট্রলার এসে পৌঁছেছে। বাকিগুলিও চলে এলে ইলিশের দামও খানিকটা কমবে বলেই মনে করছেন মাছ ব্যবসায়ীরা। তাই রসিক বাঙালির পাতে এবার ইলিশের ছড়াছড়ি শুরু হল বলে।
দিঘা মৎস্যবন্দরে এল বিপুল পরিমাণ ইলিশ। সোমবারই দিঘার মাছ বাজারে চলে এল মরশুমের প্রথম ইলিশ ভর্তি ট্রলার। জানা গিয়েছে, ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ভালো ইলিশ উঠেছে মৎসজীবীদের জালে। যা দিঘার মোহনা মাছ বাজারে দাম উঠেছে ৬০০ থেকে ৮০০ টাকা প্রতি কেজি। করোনা সংক্রমণ ও পরবর্তী সময় ঘূর্ণীঝড় আমফানের জেরে দুমাস বন্ধ ছিল সমুদ্রে মাছ ধরা। লকডাউন শিথিল হতেই গত ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যায় বেশ কয়েকটি ট্রলার। আবার করোনার জেরে দিঘার মোহনায় মৎস্যবন্দর বন্ধ ছিল। ফলে সমুদ্রে মাছ ধরা পড়লেও মাছ বিক্রি নিয়ে সংশয় তৈরি হয়। করোনার জেরে অনেকেই সমুদ্রে মাছ ধরতে যেতে অস্বীকার করেন বলে জানা যায়। ট্রলার মালিকদের একাংশও সমুদ্রে যাওয়ার ব্যাপারে নারাজ ছিল। অবশেষে সমস্ত টানাপোড়েন কাটিয়ে গত ১ জুলাই ফের সমুদ্রে ট্রলার যায়। এরমধ্যেই বর্ষার ইলশেগুঁড়ি বৃষ্টি হওয়ায় ইলিশের সন্ধান পাওয়া নিয়ে আশা করেছিলেন মৎস্যজীবীরা। তাঁদের আশা বাস্তবে পরিণত করে দিঘায় এল বিপুল পরিমান ইলিশ। পুবালি হাওয়া ও ইলশেগুঁড়ি বৃষ্টির জন্য আরও ইলিশ জালে পড়ার আশা করছেন দিঘার মৎস্যজীবী থেকে শুরু করে মাছ ব্যবসায়ীরা। সবে কয়েকটি ট্রলার এসে পৌঁছেছে। বাকিগুলিও চলে এলে ইলিশের দামও খানিকটা কমবে বলেই মনে করছেন মাছ ব্যবসায়ীরা। তাই রসিক বাঙালির পাতে এবার ইলিশের ছড়াছড়ি শুরু হল বলে।
Post a Comment
Thank You for your important feedback