নেই স্পনসর, পাক ক্রিকেট দলের জার্সিতে তাই ‘বেনজির’ লোগো!

 
আগামী ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দল তিনটি করে টেস্ট ও টি-২০ ম্যাচ খেলবে। যা শুরু হতে চলেছে ৫ আগস্ট থেকে। তবে এই সফরেই পাক ক্রিকেটারদের জার্সিতে দেখা যাবে না কোনও স্পনসরের লোগো। বদলে পাক ক্রিকেটারদের জার্সিতে থাকবে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো। যা সুদূর অতীতে ক্রিকেটের ইতিহাসে ঘটেছে বলে মনে করতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ পাকিস্তান ক্রিকেট দলের কোনও স্পনসর নেই এই মুহূর্তে। অগত্যা এই সিদ্ধান্ত নিয়েছে পাক ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি নিজেই এই বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন। ট্যুইটে তিনি লেখেন, ‘পাক ক্রিকেট বোর্ডের আমরা চ্যারিটি পার্টনার হওয়ায় আমাদের লোগো এবার ক্রিকেটারদের কিটসে লাগানো থাকবে। আমাদের ক্রমাগত সমর্থনের জন্য ওয়াসিম খান সহ পুরো পিসিবিকে ধন্যবাদ জানাই। ইংল্যান্ড ট্যুরে ক্রিকেটারদের শুভেচ্ছা রইল’। উল্লেখ্য, একটি বহুজাতিক ঠান্ডা পানীয় সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের মূল স্পনসর ছিল। সূত্রের খবর, করোনা মহামারীর জেরে ওই সংস্থা চুক্তির মেয়াদ বাড়াতে অনেক কম অর্থ দিতে চায়। জানা যাচ্ছে, মূল চুক্তির মাত্র ৩০ শতাংশ অর্থ দিতে চায় ওই সংস্থা। তাতে আপত্তি জানায় পিসিবি। এরপরই স্পনসরহীন হয়ে পড়ে পিসিবি। তাই শাহিদ আফ্রিদির অলাভজনক সংস্থার লোগো ক্রিকেটারদের জার্সিতে ব্যবহারের অনুমতি দিয়েছে পাক ক্রিকেট বোর্ড।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post