২১ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে করোনায় সুস্থতার হার জাতীয় গড়ের থেকে বেশি

 
দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনায় সুস্থতার হার জাতীয় গড়ের থেকে বেশি। দেশের গড় সুস্থতার হার এখন ৬০.৭৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, করোনা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ করায় বাড়ছে সুস্থতার হার। রবিবার সকালে মোট আক্রান্ত ২,৪৪,৮১৪ জন। সুস্থ হয়েছেন ১,৬৪,২৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪,৮৫৬ জন। সুস্থতায় জাতীয় গড়ের ক্ষেত্রে সবথেকে এগিয়ে চণ্ডীগড়, ৮৫.৯ শতাংশ। তারপরই লাদাখ, ৮২,২, উত্তরাখণ্ড ৮০.৯ শতাংশ, ছত্তিশগড় ৮০.৬ শতাংশ, রাজস্থান ৮০.১ শতাংশ, মিজোরাম ৭৯.৩ শতাংশ, ত্রিপুরা ৭৭.৭ শতাংশ, মধ্যপ্রদেশ ৭৬.৯ শতাংশ, ঝাড়খণ্ড ৭৪.৩ শতাংশ, দিল্লি ৭০.২ শতাংশ, পশ্চিমবঙ্গ ৬৬.৭ শতাংশ। অন্যদিকে, রবিবারই দিল্লির করোনা কমিটির বিশেষজ্ঞ সন্দীপ বুধিরাজা জানিয়েছেন, দিল্লিতে সংক্রমণের শীর্ষে ওঠা শেষ হয়েছে। সন্দীপ বুধারাজাই ভারতে প্রথম প্লাজমা থেরাপি করেছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post