লাদাখ সীমান্ত সমস্যা নিয়ে শুক্রবার বৈঠকে বসছেন দুদেশের কূটনীতিকরা। গত রবিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র মধ্যে কথার এক সপ্তাহ পর এই বৈঠক হতে চলেছে। ওয়ার্কিং মেকানিজম ফর কনসাল্টেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অন ইন্দো-চায়না বর্ডার অ্যাফেয়ার্স (WMCC) এই বৈঠক করছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব ও চিনের বিদেশ মন্ত্রকের ডিরেকটর জেনারেল উ জিয়াংহাও। গত ২৪ জুন দুজনে বৈঠক করেছিলেন। সেখানে দুপক্ষই পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। তাতে বিসেষ কিছু লাভ হয়নি। ১৫ জুন লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় হামলা চালিয়েছে চিন। আপাতত চিন গালওয়ানে দেড় কিলোমিটার পিছু হটে গিয়েছে। হট স্প্রিংস এবং গোগরা থেকেও সেনা সরানোর কাজ চলছে। তবে সবথেকে ঢিমে গতিতে সেনা প্রত্যাহার করা হচ্ছে প্যানগং সো-তে। চিনের দাবি, সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও তা ভালো হচ্ছে। আগামী সপ্তাহে কোর কম্যান্ডার স্তরের বৈঠক হওয়ার কথা।
লাদাখ সীমান্ত সমস্যা নিয়ে শুক্রবার বৈঠকে বসছেন দুদেশের কূটনীতিকরা। গত রবিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র মধ্যে কথার এক সপ্তাহ পর এই বৈঠক হতে চলেছে। ওয়ার্কিং মেকানিজম ফর কনসাল্টেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অন ইন্দো-চায়না বর্ডার অ্যাফেয়ার্স (WMCC) এই বৈঠক করছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব ও চিনের বিদেশ মন্ত্রকের ডিরেকটর জেনারেল উ জিয়াংহাও। গত ২৪ জুন দুজনে বৈঠক করেছিলেন। সেখানে দুপক্ষই পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। তাতে বিসেষ কিছু লাভ হয়নি। ১৫ জুন লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় হামলা চালিয়েছে চিন। আপাতত চিন গালওয়ানে দেড় কিলোমিটার পিছু হটে গিয়েছে। হট স্প্রিংস এবং গোগরা থেকেও সেনা সরানোর কাজ চলছে। তবে সবথেকে ঢিমে গতিতে সেনা প্রত্যাহার করা হচ্ছে প্যানগং সো-তে। চিনের দাবি, সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও তা ভালো হচ্ছে। আগামী সপ্তাহে কোর কম্যান্ডার স্তরের বৈঠক হওয়ার কথা।
Post a Comment
Thank You for your important feedback