ভারতীয় সেনাবাহিনীর অফিসার ও জওয়ানদের অবিলম্বে তাঁদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রক মোট ৮৮টি অ্যাপ বন্ধ করার নির্দেশ দিয়েছে বাহিনীর জওয়ান ও আধিকারিকদের। ব্যান হওয়া অ্যাপগুলির মধ্যে হাইক মেসেঞ্জারের মতো ভারতীয় অ্যাপও রয়েছে। বলা হয়েছে, সেনাকর্মীদের শুধু ফেসবুক ডিঅ্যাক্টিভেট করলেই হবে না, সেটি পুরো ডিলিট করতে হবে। বিদেশি চররা ভারতীয় সেনাকর্মীদের ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করছে, সাম্প্রতিক অতীতে এমন বেশকিছু ঘটনা নজরে এসেছে। পাশাপাশি সীমান্তে সংবেদনশীল এলাকায় বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সোশাল মিডিয়া পেজে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন কেন্দ্র। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
১৫ জুলাই থেকে কেউ নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ অ্যাপগুলির মধ্যে রয়েছে জুম, ট্রু কলার, নিমবাজ, লাইন, হেলো এবং স্নো। এমনকী, তাঁরা টিন্ডারের মতো ডেটিং অ্যাপও ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি ১৭টি ই-কমার্স অ্যাপ, ডেলি হান্ট, হাঙ্গামা, songs.pk, pubg নিষিদ্ধ হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ তালিকায় রয়েছে ভারত সরকারের ব্যান করা ৫৯ চিনা অ্যাপও। টিকটক, উইচ্যাট, বিউটি প্লাস ও ইউসি ব্রাউজার। পাক গুপ্তচররা ফেসবুকে, টুইটার, ইনস্টাগ্রামে মহিলাদের ভুয়ো প্রোফাইল খুলে জওয়ানদের ফাঁদে ফলছে। ইতিমধ্যেই তাদের অজানা লোকজনের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করতেও বলা হয়েছে। গতবছর রাজস্থান পুলিশ দুজন সেনাকর্মীকে পাত গুপ্তচরের কাছে খবর পাচারের অভিযোগে দ্রেফতার করেছিল। পাক চর সিরাত নামে মহিলার এক ভুয়ো অ্যাকাউন্ট খুলে ফেসবুকে তাদের সঙ্গে যোগাযোগ করেছিল।
Post a Comment
Thank You for your important feedback