ইডেনে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার করতে চেয়ে সিএবি-কে চিঠি দিল পুলিশ


বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলেন। এবার সেই প্রস্তাবে সায় দিয়েই কলকাতা পুলিশ সিএবি-কে চিঠি দিল ইডেন গার্ডেন্সকে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার তৈরির অনুমতি চেয়ে। কলকতায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত হচ্ছেন, কলকাতা ও রাজ্য পুলিশের বহু কর্মীও। এই পরিস্থিতিতে করোনা উপসর্গযুক্ত পুলিশকর্মীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার গড়তে চাইছে রাজ্য। শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার অফিসের তরফে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াকে একটি চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়েছে, কলকাতা পুলিশের কর্মীদের জন্যে ইডেন গার্ডেন্সে কোয়ারানটিন সেন্টার গড়তে চায় পুলিশ। আর তা দ্রুততার সঙ্গে। তবে গোটা ইডেন নয়, আপাতত কয়েকটি ব্লকই চাওয়া হয়েছে।


ফাইল চিত্র…
চিঠিতে বলা হয়েছে E, F, G, H ও J ব্লকে আপাতত কোয়ারানটিন সেন্টার গড়তে চায় কলকাতা পুলিশ। শুক্রবারই লালবাজারে সিএবি কর্তাদের সঙ্গে এই নিয়ে আপৎকালীন বৈঠক হয় বসেন পুলিশ কর্তাদের। পরে যুগ্মভাবে পরিদর্শন করা হয় ইডেনের গ্যালারি। এরপরই কলকাতা পুলিশের তরফে চিঠি পৌঁছে যায় সিএবি-র সদর দফতরে। সিএবি সূত্রে খবর, ওই ব্লকগুলি সেভাবে ব্যবহার হয়না। তবে কিছু জায়গায় সিএবি কর্মীদের থাকার ব্য বস্থা রয়েছে। তাঁদের অন্যত্র সরিয়ে দিলেই সিএবি-র তরফে ইডেনে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারের জন্য দিতে কোনও অসুবিধা থাকবে না। যদিও এখনও পর্যন্ত সিএবি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে যেহেতু বর্তমান বিসিসিআই সভাপতি তথা প্রাক্তণ সিএবি কর্তা সৌরভ সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই এই প্রস্তাব দিয়েছিলেন। তাই সিএবি-র ছাড়পত্র আসতে সময় লাগবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post