লিওনেল মেসি কি বার্সেলোনা ছাড়তে চলেছেন? ইউরোপীয় ফুটবল মহলে এই জল্পনা তুঙ্গে। কানাঘুঁষো বার্সেলোনার ম্যানেজমেন্টের কাজকর্মে একেবারেই খুশি নয় লিও মেসি। সূত্রের খবর, ২০২১ সালের জুন মাস পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি রয়েছে মেসির। এই চুক্তি বাড়ানোর ব্যাপারে কোনও আলোচনাই শুরু করেননি তিনি। বরং বলা ভালো ক্লাবের সঙ্গে আলোচনার ব্যাপারে কোনও আগ্রহই দেখায়নি এলএম-১০। সূত্রের খবর, স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু খবর নিয়ে নাকি ক্ষিপ্ত মেসি। এই সমস্ত খবরে বার্সার প্রাক্তণ কোচ আর্নেস্ট ভালভারদে ছাঁটাই হওয়ার নেপথ্যে নাকি ছিল মেসির হাত। এছাড়া ক্লাবের কয়েকজন কর্তার ওপরও রেগে রযেছেন তিনি। কয়েকটি স্পেনীয় সংবাদমাধ্যম প্রচার শুরু করেছেন মেসি ও তাঁর বাবা হোরগে ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে নারাজ। ফলে আগামী মরসুমে আর বার্সায় খেলতে দেখা যাবে না বলেই জানাচ্ছে ওই সংবাদমাধ্যমগুলি।
পাশাপাশি জানা যাচ্ছে গত জানুয়ারি মাস থেকেই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে সংঘাত বাঁধে মেসির। সেই সংঘাত আজও চলছে। মেসি চেয়েছিলেন ব্রাজিলীয় তারকা নেমারকে ফের দলে নেওয়া হোক। কিন্তু তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার কোনও উদ্যোগ নেয়নি ক্লাব ম্যানেজমেন্ট। মেসি প্রকাশ্যেই বলেছিলেন, দলের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো কোচ নেন, সেগুলোর জন্যও দায়ী হচ্ছেন তিনি। সবমিলিয়ে বার্সেলোনার সঙ্গে দূরত্ব ক্রমশই বাড়ছে লিওনেল মেসির। ফলে আগামী বছরের জুনের পর যদি তিনি অন্য কোনও ক্লাবে নাম লেখান তাহলে অবাক হবেন না ফুটবল বিশেষজ্ঞরা। অপরদিকে মেসির ক্লাব ছাড়ার ইঙ্গিত প্রকাশ্যে আসতেই মুষড়ে পড়েছেন বার্সেলোনার ভক্তরা। যদিও এরমধ্যেই লকডাউন পর্বের পর মাঠে নেমে গোল করেছেন মেসি। ক্লাব ও দেশের হয়ে নিজের ৭০০ তম গোল করে নজিরও গড়ে ফেলেছেন তিনি। তবে তাঁর ক্লাব বার্সেলোনা একেবারেই খারাপ পরিস্থিতিতে রয়েছে। লা-লিগা চ্যাম্পিয়ন হওয়ার আশা ক্রমশ ক্ষীন হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback