বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ের। দেশের মধ্যে একদিকে সর্বাধিক করোনা সংক্রমণ, অন্যদিকে অত্যাধিক বৃষ্টিতে বন্যা পরিস্থিতি। এর ওপর গোদের ওপর বিষফোঁড়ার মতো শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইয়ে। বাণিজ্যনগরীর বোরিভেলি এলাকায় একটি শপিংমলে বিধ্বংসী আগুন লেগে যায়। এখনও পর্যন্ত দমকলের ১৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। দমকল সূত্রে খবর, আরও কিছুটা সময় লাগবে আগুন নিয়ন্ত্রনে আনতে। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, লেভেল-৪ আগুন লেগেছে সেখানে।
অর্থাৎ দমকলের পরিভাষায় সেটা বড়সড় অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রনে আনতে রোবট কাজে লাগাচ্ছে মুম্বইয়ের দমকলবাহিনী। ওই শপিংমলের গ্রাউন্ড ফ্লোরেই প্রথম আগুন লাগে। তবে শপিংমলটি বন্ধ থাকায় আগুন অন্যান্য তলাতেও ছড়িয়ে পড়ে। গোটা এলাকাই কালো ধোঁয়ায় ঢেকেছে। সূত্রের খবর, জেসিবি মেশিন এনে প্রথমে ওই শপিংমলের একদিকের দেওয়াল ভেঙেই দমকলের ইঞ্জিন ঢোকে। ১৪টি ইঞ্জিনে জলের জোগান দেওয়ার জন্য বড় বড় ১৩টি জলের ট্যাঙ্কও আনা হয়েছে। জানা গিয়েছে, ভোর ৩টে নাগাদই প্রথম ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তবে শপিংমলটি বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লাগছে। তিনতলা ওই শপিংমলে মোট ৭৭টি দোকান রয়েছে, যেগুলি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
Maharashtra: A level 4 fire broke out at a shopping centre in Borivali West of Mumbai earlier this morning; 14 fire engines and Police are at the spot. Fire fighting operations are still underway. pic.twitter.com/tRAXr8guSt— ANI (@ANI) July 11, 2020
Post a Comment
Thank You for your important feedback