গত সপ্তাহে ভারত চিনের সেনার কোর কম্যান্ডার বৈঠকও চলেছিল প্রায় ১১ ঘন্টা। মঙ্গলবার তৃতীয় বৈঠকও চলল ১১ ঘন্টা। তবুও মিলল না সমাধান সূত্র। নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ চিন। গালওয়ান নিয়ে চিনের ‘নতুন দাবি’ নিয়ে সরব হয় ভারতীয় সেনার প্রতিনিধিদল। গালওয়ানের বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করেছিল বেজিং। সূত্রের খবর, এদিনের বৈঠকে এই দাবির তীব্র বিরোধিতা করেছে ভারত। একইসঙ্গে সীমান্তে পূর্বাবস্থা ফিরিয়ে আনার ব্যাপারেও চাপ তৈরি করা হয়েছে চিনা সেনার ওপর। পাশাপাশি গালওয়ান উপত্যকা, প্যাংগং সো লেক-সহ বিভিন্ন এলাকা থেকে চিনা সেনা সরানোর দাবিও জানানো হয়েছে এদিনের বৈঠকে। সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বৈঠক শুরু হলেও রাত ৯টার পরও চলে বৈঠক। ফলে গভীর রাতেও সরকারিভাবে কিছুই জানা যায়নি বৈঠকের ফলাফল নিয়ে। উল্লেখ্য, গত ২২ জুনও প্রায় ১১ ঘন্টা ধরে বৈঠক হয়েছিল লাদাখের ভারত-চিন সীমান্তের মালডোতে। সেই বৈঠকে পারস্পরিক ঐক্যমতের ভিত্তিতে সেনা সরানো’-র বিষয়ে একমত হয় দু’পক্ষের। কিন্তু বাস্তবে সেটা করেনি চিন। উল্টে গালওয়ান উপত্যাকার বেশ কিছু অংশ নিজেদের বলেই দাবি করে চিন। এবার লাদাখ সীমান্তের চুসুলে হল ম্যারাথন বৈঠক। এই বৈঠক কতটা সদর্থক হল তার দিকেই তাঁকিয়ে গোটা দেশ।
গত সপ্তাহে ভারত চিনের সেনার কোর কম্যান্ডার বৈঠকও চলেছিল প্রায় ১১ ঘন্টা। মঙ্গলবার তৃতীয় বৈঠকও চলল ১১ ঘন্টা। তবুও মিলল না সমাধান সূত্র। নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ চিন। গালওয়ান নিয়ে চিনের ‘নতুন দাবি’ নিয়ে সরব হয় ভারতীয় সেনার প্রতিনিধিদল। গালওয়ানের বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করেছিল বেজিং। সূত্রের খবর, এদিনের বৈঠকে এই দাবির তীব্র বিরোধিতা করেছে ভারত। একইসঙ্গে সীমান্তে পূর্বাবস্থা ফিরিয়ে আনার ব্যাপারেও চাপ তৈরি করা হয়েছে চিনা সেনার ওপর। পাশাপাশি গালওয়ান উপত্যকা, প্যাংগং সো লেক-সহ বিভিন্ন এলাকা থেকে চিনা সেনা সরানোর দাবিও জানানো হয়েছে এদিনের বৈঠকে। সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বৈঠক শুরু হলেও রাত ৯টার পরও চলে বৈঠক। ফলে গভীর রাতেও সরকারিভাবে কিছুই জানা যায়নি বৈঠকের ফলাফল নিয়ে। উল্লেখ্য, গত ২২ জুনও প্রায় ১১ ঘন্টা ধরে বৈঠক হয়েছিল লাদাখের ভারত-চিন সীমান্তের মালডোতে। সেই বৈঠকে পারস্পরিক ঐক্যমতের ভিত্তিতে সেনা সরানো’-র বিষয়ে একমত হয় দু’পক্ষের। কিন্তু বাস্তবে সেটা করেনি চিন। উল্টে গালওয়ান উপত্যাকার বেশ কিছু অংশ নিজেদের বলেই দাবি করে চিন। এবার লাদাখ সীমান্তের চুসুলে হল ম্যারাথন বৈঠক। এই বৈঠক কতটা সদর্থক হল তার দিকেই তাঁকিয়ে গোটা দেশ।
Post a Comment
Thank You for your important feedback