এবারই প্রথম আইএসএল খেলবে মোহনবাগান। কলকাতার প্রথম আইএসএল ক্লাব এটিকে-র সঙ্গে গাঁটছড়া বেঁধেই এবার মাঠে নামবে শতাব্দীপ্রাচীন ক্লাবটি। কিন্তু এক অদৃশ্য ভাইরাস পাল্টে দিয়েছে গোটা বিশ্বকেই। ফলে আমূল পরিবর্তন এনেছে ক্রীড়া জগতেও। ইউরোপে বিভিন্ন দেশ করোনার ধাক্কা কাটিয়ে ফুটবল লিগ শুরু হলেও খেলা চলছে দর্শকশূন্য স্টেডিয়ামে। এই আবহ এবার ঢুকে পড়তে পারে ভারতেও। দর্শকশূন্য মাঠেই হতে পারে এবারের আইএসএল। ভারতের এই জনপ্রিয় ফুটবল লিগ শুরু হতে পারে নভেম্বর মাসে। চলবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত।
সূত্রের খবর, করোনার ছোঁয়াচ থেকে বাঁচতে দেশের চারটি নিরপেক্ষ ভেন্যু বেছে নেওয়া হবে আইএসএল-এর জন্য। ফলে খেলা চলাকালীন কোনও দর্শককেই ঢুকতে দেওয়া হবে না স্টেডিয়ামে। উল্লেখ্য, গত মরশুমের ফাইনালও এভাবে দর্শকশূন্য স্টেডিয়ামেই হয়েছিল। জানা গিয়েছে, সোমবার আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলির কর্মকর্তা ও আয়োজক সংস্থা FSDL বৈঠকে বসেছিলেন। সেথানেই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। ফলে প্রথমবার আইএসএল খেলতে নামা মোহনবাগান সমর্থকদের মাথায় হাত পড়েছে। কারণ প্রিয় ক্লাবের খেলা স্টেডিয়ামে বসে দেখা হবে না তাঁদের। জানা যাচ্ছে, চারটি নিরেপেক্ষ ভেন্যু হতে পারে উত্তর-পূর্ব ভারতের কোনও শহর, কলকাতা, কেরলের কোনও শহর ও গোয়া। বৈঠকে ঠিক হয়েছে, এই মরশুমে পাঁচ বিদেশির সঙ্গে একজন এশীয় কোটার ফুটবলারকেও খেলাতে পারবে ক্লাবগুলি।
Post a Comment
Thank You for your important feedback