গালওয়ান থেকে চিনা সেনা সরলেও রয়ে গিয়েছে প্যাংগং লেকে!


দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যাকা থেকে সেনা সরিয়ে নিল চিন। তবে গালওয়ান ছাড়া অন্য এলাকা গুলিতে এখনও রয়ে গিয়েছে চিনা সেনার কিছু অংশ। যেমন ভারত-চিন সীমান্তে অবস্থিত প্যাংগং লেক সংলগ্ন এলাকা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, প্যাংগং লেকের বহু এলাকায় এখনও চিনা সেনা রয়ে গিয়েছে। ফলে চিনের মিথ্যাচার নিয়ে বিরক্ত ভারত। এই আবহে ফের শুক্রবার বৈঠকে বসছে দুদেশের প্রতিনিধি। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার দুদেশের মধ্যে ফের আলোচনা হবে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করতে। এর আগে তিন দফায় শীর্ষ সেনা পর্যায়ে বৈঠক হয় লাদাখ সীমান্তে। ওই বৈঠকগুলিতে সমাধান সূত্র বের না হলেও সেনা সরানো নিয়ে ঐক্যমত হয়েছিল।

ফাইল চিত্র….
পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেস্টা অজিত দোভালের সঙ্গে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পরই চিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এই প্রক্রিয়ায় দুদেশই গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রনরেখার (LAC) দেড় থেকে দু কিমি পর্যন্ত নিজেদের সেনা সরিয়ে নিয়েছে। তবে গুরুত্বপূর্ণ প্যাংগং লেকের আশেপাশের ফিঙ্গার পয়েন্টে এখনও ঢুকে বসে রয়েছে চিনা বাহিনী। সূত্রের খবর, প্যাংগংয়ের ফিঙ্গার-৪ থেকে ফিঙ্গার-৮ এলাকাতে প্রায় তিন হাজার চিনা সেনা এখনও মোতায়েন রয়েছে। গত ৩০ জুনের বৈঠকের পর ওই এলাকা থেকেও সেনা সরানোর কথা ছিল চিনের। অথচ সেই লক্ষ ণ নেই চিন প্রশাসনের। পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতীয় সেনা। ফিঙ্গার-২ ও ফিঙ্গার-৩ এলাকা ভারতের দখলেই রয়েছে। ফলে শুক্রবারের বৈঠকে এই ইস্যু ভারত তুলতে চলেছে বলেই জানা যাচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post