স্বর্ণব্যবসায়ীর মৃত্যুতে আতঙ্ক হায়দরাবাদে, দেশে করোনায় সংক্রমিত ৬,৪৮,৩১৫


করোনায় এক স্বর্ণব্যবসায়ীর মৃত্যুতে রীতিমতো আতঙ্কিত হায়দরাবাদ। সেখানকার হিমায়তনগরে একটি বিরাট সোনার দোকানের মালিক ওই ব্যক্তি কয়েকদিন আগে তাঁর জন্মদিনে বিরাট জাঁকজমক করে পার্টি দিয়েছিলেন। তাতে এসেছিলেন সমাজের উচ্চবিত্তেরা। ছিলেন স্বর্ণব্যবসায়ী সংগঠনের মাথারাও। ওই পার্টিতে যোগ দেওয়া আরেক সোনার দোকানের মালিকও শনিবার করোনায় মারা গিয়েছেন। এরপরই নমুনা পরীক্ষার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। করোনা পরিস্থিতির জন্য সোনার দোকানগুলি নিজে থেকেই ১৫ জুলাই পর্যন্ত দোকান বন্ধ রেখেছে।
এদিরে দেশে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৪ ঘণ্টায় ২২,৭৭১ জন। মোট আক্রান্ত এখন ৬,৪৮,৩১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, সুস্থতার হার ৬০.৮১ শতাংশ। নতুন করে মারা গিয়েছেন ৪৪২ জন। মোট মৃত এখন ১৮,৬৫৫ জন। ১ জুন থেকে দেশে আক্রান্ত বেড়েছে ৪,৫৭,৭৮০ জন। সবথেকে বেশি আক্রান্তের খবর এসেছে মহারাষ্ট্র থেকে। সে রাজ্যে একদিনে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭,০৭৪ জন। মৃত ১৯৮ জন। মোট মারা গিয়েছেন ২৯৫ জন। মহারাষ্ট্রে মোট মৃত ৮,৩৭৬ জন। মোট আক্রান্ত ২ লাখ ছাড়িয়েছে। তামিলনাড়ুতে মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায় ৬৪ জন, দিল্লিতে ৫৯ জন, কর্নাটকে ২১, গুজরাতে ও পশ্চিমবঙ্গে ১৮ জন করে, উত্তরপ্রদেশে ১৪ জন, রাজস্থানে ১০ জন, অন্ধ্র ও তেলেঙ্গানায় ৮ জন করে, পাঞ্জাবে ৫ জন। মোট মৃতের ৭০ ভাগই মারা গিয়েছেন কো-মর্বিডিটির জন্য। ২,৪২,৩৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা হয়েছে ৯৫,৪০,১৩২টি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post