ইতিহাস সাক্ষী, আধিপত্যবাদীরা সবসময়ই ধ্বংস হয়ে গিয়েছে। অগ্রগতিই বিশ্বের ভবিষ্যৎ। আধিপত্যবাদ বা বিস্তারবাদ মানবিকতার ক্ষতি করেছে। শুক্রবার লাদাখে চিনের নাম না করে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে আকস্মিকভাবে মোদি সেনাপ্রধানদের নিয়ে লাদাখে চিন সীমান্তে চলে যান। সেখানে জওয়ানদের চাঙ্গা করতে মোদি বলেন, ভারতীয় সেনার খ্যাতি আজ দুনিয়ার সর্বত্র। তারা ভারত মায়ের বীর সন্তান। তাদের সঙ্গে মোকাবিলায় কেউ পারবে না। তাদের সাহস হিমালয়ের থেকেও বড়। যে প্রাকৃতিক অবস্থায় তারা কাজ করে, তা প্রশংসনীয়। সেইসঙ্গেই মোদি বলেন, আমরা কৃষ্ণের মতোই বাঁশিও ধরি, আবার হাতে সুদর্শন চক্রও নিই। বারবার যুদ্ধে জয়ী হয়েছে সাহসীরাই। ভারতমাতার শত্রুরা ভারতীয় সেনার সাহস দেখেছে। তাঁর সঙ্গে এদিন হেলিকপ্টারে ১১ হাজার ফুট উচ্চতায় লাদাখের নিমুতে যান চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও সেনাপ্রধান এম এম নারাভানে। সেখানে বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে ছিলেন সেনা, বিমানবাহিনী ও আইটিবিপির জওয়ানরা।
ছবি: লাদাখে সেনাবাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Post a Comment
Thank You for your important feedback