সীমান্ত পরিস্থিতি দেখতে লাদাখে মোদি


সীমান্তের পরিস্থিতি সরেজমিনে দেখতে লাদাখে গেলেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালেই তিনি বিশেষ বিমানে লে-তে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। মোদির এই সফর আগাগগোড়াই গোপন রাখা হয়েছিল। প্রথমে জানা গিয়েছিল বিপিন রাওয়াত লাদাখে যাবেন। এবং তিনি সেনাদের মনোবল বাড়াতে তাদের সঙ্গেও কথা বলবেন। কিন্তু এদিন সকালে খোদ প্রধানমন্ত্রী লে পৌঁছে গেলেন। বিশেষজ্ঞ মহলের মতে, চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের মধ্যেই প্রধানমন্ত্রীর এই লাদাখ সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ।


ছবি: লাদাখের নিমুতে সেনা ক্যাম্পে মোদি
এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শুক্রবারের সীমান্ত সফর পিছিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, সরকার দেখতে চায় চিন তিনটি দ্বিপাক্ষিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি কতটা পালন করছে। জুনের ৬,২২ ও ৩০ তারিখে বৈঠকগুলি হয়েছে। কিন্তু এই বৈঠক থেকে কোনও সমাধান সূত্রই বের হয়নি বলে জানা যাচ্ছে। অপরদিকে চিন তাঁদের সেনা বিতর্কিত এলাকা থেকে সরাতে নারাজ। ফলে ভারতও সেনা সমাবেশ করেছে পূর্ব লাদাখের চিন সীমান্তে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই লাদাখে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করে কথা বলবেন। সেনা হাসপাতালে গিয়ে সংঘর্ষে আহত ভারতীয় জওয়ানদের সঙ্গেও দেখা করবেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post