গত ৬ জুলাই দুর্গাপুরের সিটি সেন্টারের এক শপিং মলে চুল কাটাতে গিয়ে রহস্যজনকভাবে উধাও গিয়েছিলেন রাজেশ জৈন। তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের একটি বেসরকারি কারখানার জেনারেল ম্যানেজার ছিলেন। তিনদিন পর তাঁর খোঁজ মিলল বিহারের ঔরাঙ্গাবাদে। বৃহস্পতিবারই দুর্গাপুর থানার পুলিশ তাঁকে বিহার থেকে উদ্ধার করে নিয়ে আসে। রাজেশ জৈনের পরিবার অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন। সেই সূত্রেই তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ। রাজেশের মোবাইল ফোনের কললিস্ট ও লোকেশন ট্র্যাক করে পুলিশ। সেই সূত্রেই তদন্তকারীরা জানতে পারেন, রাজেশের শেষ লোকেশন ছিল বিহারে।
এরপরই বিহারে রওনা দিয়েছিল পুলিশের একটি দল। মোবাইলের লোকেশন দেখেই পুলিশ গতকাল ঔরঙ্গাবাদে একটি বাসকে ধাওয়া করে। ওই বাস থেকেই শেষ পর্যন্ত পাওয়া যায় রাজেশকে। যখন তাঁকে ধরা হয়, তখন তাঁর সঙ্গে আর কেউ ছিল না বলেই দাবি পুলিশের। ফলে অপহরণ প্রাথমিকভাবে তত্ত্ব উড়িয়ে দিচ্ছে পুলিশ। পাশাপাশি তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্নও ছিলনা। কেন বা কী উদ্দেশ্যে তিনি বেপাত্তা হয়েছিলেন সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুর থানায় তাঁকে দফায় দফায় জেরা করছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি-পূর্ব অভিষেক গুপ্তা জানিয়েছেন, পারিবারিক বিবাদের কারণেই তিনি পালিয়েছিলেন বলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানার চেষ্টা চলছে।
Post a Comment
Thank You for your important feedback