ফের রাজনৈতিক অস্থিরতা রাজস্থানে। রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলট
শনিবার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে
দিল্লি গিয়েছেন। জানা গিয়েছে, তাঁর সঙ্গে রাজধানীতে গিয়েছেন পাইলটের অনুগত
অন্তত জনা বারো বিধায়ক। তাঁদের দিল্লির বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। পাইলটের
ঘনিষ্ঠ বিধায়ক পি আর মিনা বলেছেন, তাঁদের প্রতি মুখ্যমন্ত্রী অশোক গেহলতের
বৈষম্যমূলক আচরণের কথাই তাঁরা হাইকম্যান্ডকে জানাতে এসেছেন। তারইমধ্যে
বেশি রাতে জয়পুরে মন্ত্রীদের সঙ্গে বৈঠক কের গেহলত নির্দেশ দিয়েছেন, দলের
সব বিধায়ককে তাঁকে সমর্থন জানিয়ে চিঠি দিতে হবে। এই বৈঠকে পাইলট গোষ্ঠীর
কেউ ছিলেন না। এনিয়ে গেহলত দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। শনিবারই
গেহলত অভিযোগ করেছিলেন, বিজেপি কংগ্রেসের বিধায়কদের কিনতে ২৫ কোটি টাকা
অফার করছে। অন্যদিকে, বিজেপির কথায়, এটা কংগ্রেসেরই অন্তর্দ্বন্দ্ব। তারা
জড়িত নয়। তাঁর সরকারের ব্যর্থতার জন্যই চাপে পড়েছেন তিনি। ইতিমধ্যেই
সরকার ফেলার চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে
স্পেশাল অপারেশনস গ্রুপ।
Post a Comment
Thank You for your important feedback