ফুটবলারকে কামড়ে শাস্তি হল ফুটবলারের


বিপক্ষের ফুটবলারকে কামড়ে দিয়ে শাস্তি পেলেন ইতালির ফুটবলার। মঙ্গলবার সিরি ‘আ’ তে লেচ্চের কাছে ২-১ গোলে হারে লাৎসিও। এই হারে সিরি ‘আ’-র সেরা হওয়ার দৌড়ে জুভেন্টাসের সঙ্গে এমনিতেই পিছিয়ে পড়ে টেবিলে দ্বিতীয় দলটি। ৩ ম্যাচ হাতে রেখে দুই দলের মধ্যে ৭ পয়েন্টের ব্যবধান। এই ম্যাচেরই বাড়তি সময়ে লেচ্চের খেলোয়াড় গিউলিও দোনাত্তির বাঁ হাতে কামড় দেন প্যাট্রিস। ভিডিও সহকারি রেফারি (ভিএআর) তা ধরে ফেলার পর প্যাট্রিসকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করেন রেফারি। প্যাট্রিস কোনওরকম আক্রমণের শিকার হননি। ফ্রি কিক ঠেকাতে নিজেদের রক্ষণ ঠিক করছিলেন দোনাত্তি। এমন পরিস্থিতিতে কোনও প্ররোচনা ছাড়াই দোনাত্তির বাঁ হাতের কনুইয়ের ওপর কামড় দেন প্যাট্রিস। ২৭ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারকে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়াও ১০ হাজার ইউরো জরিমানা দিতে হবে প্যাট্রিসকে। নিজের আচরণের জন্য ইনস্টাগ্রামে ক্ষমা চেয়েছেন প্যাট্রিস। বলেছেন, তিনি ক্ষমাপ্রার্থী। তখন মানসিকভাবে ঠিক ছিলেন না তিনি। দোনাত্তি তাঁর অপরাধ মার্জনা করে বলছেন, মাঠে উত্তেজনার বশে এমন হয়। কিন্তু কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তাহলে ঘটনাটা মাঠেই থেকে যায়। গত মার্চে কামড়ে দিয়ে নিষিদ্ধ হন ম্যানচেস্টার ইউনাইটেডের কিয়েরন ও’হারা। তার প্রায় একমাস আগে ফেব্রুয়ারিতে ফ্রান্সের পুর্বাঞ্চলে দ্বিতীয় বিভাগে এক ফুটবলার কামড় খেয়েছিলেন গোপনাঙ্গে! এছাড়া লুই সুয়ারেজের নাম তো রয়েইছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post