লকডাউনে দরজা বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকেই নতুন চেহারায় ফের খুলে গেল কলেজ স্ট্রিটের কফিহাউস। নতুন স্বাস্থ্যবিধি মানার পর কিছু রদবদল নিয়েও সকালে চালু হল আড্ডা। তিনতলার ব্যালকনি আপাতত বন্ধ থাকবে। অর্ধেক টেবিল-চেয়ার সাজিয়ে এখন চলবে কফি হাউস। সপ্তাহে ৭ দিনের বদলে ৬ দিন বেলা ১১ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে কফিহাউস। রবিবার বন্ধ। ঢুকতে হলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। স্যানিটাইজারে হাত ধুতে হবে। আর চিনেমাটির সাদা কাপে নয়, কফি আসবে কাগজের গ্লাসে। কাটছাঁট হয়েছে মেনুতেও। বাদ পড়ছে ইনফিউশনেও। এমনিতে কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ। খুলেছে বইয়ের দোকান। এখনও তেমন জমজমাট নয় কলেজ স্ট্রিট। তবু দরজা খুলতেই ভসেত শুরু করেছেন লোকজন, সেই আড্ডার খোঁজে।
লকডাউনে দরজা বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকেই নতুন চেহারায় ফের খুলে গেল কলেজ স্ট্রিটের কফিহাউস। নতুন স্বাস্থ্যবিধি মানার পর কিছু রদবদল নিয়েও সকালে চালু হল আড্ডা। তিনতলার ব্যালকনি আপাতত বন্ধ থাকবে। অর্ধেক টেবিল-চেয়ার সাজিয়ে এখন চলবে কফি হাউস। সপ্তাহে ৭ দিনের বদলে ৬ দিন বেলা ১১ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে কফিহাউস। রবিবার বন্ধ। ঢুকতে হলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। স্যানিটাইজারে হাত ধুতে হবে। আর চিনেমাটির সাদা কাপে নয়, কফি আসবে কাগজের গ্লাসে। কাটছাঁট হয়েছে মেনুতেও। বাদ পড়ছে ইনফিউশনেও। এমনিতে কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ। খুলেছে বইয়ের দোকান। এখনও তেমন জমজমাট নয় কলেজ স্ট্রিট। তবু দরজা খুলতেই ভসেত শুরু করেছেন লোকজন, সেই আড্ডার খোঁজে।
Post a Comment
Thank You for your important feedback