ফের মাওবাদী তাণ্ডব ঝাড়খণ্ডে। পশ্চিম সিংভূম জেলায় বনদফতরের ১২টি বাড়ি তারা উড়িয়ে দিয়েছে। পুলিশ সুপার ইন্দ্রজিত মাহাতা জানিয়েছেন, শনিবার রাতে প্রায় শখানেক সশস্ত্র মাওবাদী বেরকেলা বনাঞ্চলে বাড়িগুলিতে ঢুকে সেখানকার কর্মীদের বাইরে চলে যেতে বলে। একাধিক কর্মীকে মারধোর করা হয়েছে। তারপর একটি ফরেস্ট বাংলো ও পাশাপাশি থাকা বাড়িগুলি তারা উন্নতমানের বিস্ফোরক ও এলপিজি সিলিন্ডার দিয়ে উড়িয়ে দেয়। দুটি গাড়ি ও একটি বাইকেও আগুন লাগানো হয়। যাওয়ার আগে সাঁটানো পোস্টারে তারা জঙ্গলে গেস্টহাউস বানানোর প্রতিবাজ জানিয়েছে। তাদের কথা, জঙ্গল গ্রামবাসীদের। তারা গাছ কেটে রাস্তা বানিয়ে ঢুকেছিল। গোটা জঙ্গলে চলছে তল্লাশি। এখনও বিশদ তথ্য আসেনি।
ফের মাওবাদী তাণ্ডব ঝাড়খণ্ডে। পশ্চিম সিংভূম জেলায় বনদফতরের ১২টি বাড়ি তারা উড়িয়ে দিয়েছে। পুলিশ সুপার ইন্দ্রজিত মাহাতা জানিয়েছেন, শনিবার রাতে প্রায় শখানেক সশস্ত্র মাওবাদী বেরকেলা বনাঞ্চলে বাড়িগুলিতে ঢুকে সেখানকার কর্মীদের বাইরে চলে যেতে বলে। একাধিক কর্মীকে মারধোর করা হয়েছে। তারপর একটি ফরেস্ট বাংলো ও পাশাপাশি থাকা বাড়িগুলি তারা উন্নতমানের বিস্ফোরক ও এলপিজি সিলিন্ডার দিয়ে উড়িয়ে দেয়। দুটি গাড়ি ও একটি বাইকেও আগুন লাগানো হয়। যাওয়ার আগে সাঁটানো পোস্টারে তারা জঙ্গলে গেস্টহাউস বানানোর প্রতিবাজ জানিয়েছে। তাদের কথা, জঙ্গল গ্রামবাসীদের। তারা গাছ কেটে রাস্তা বানিয়ে ঢুকেছিল। গোটা জঙ্গলে চলছে তল্লাশি। এখনও বিশদ তথ্য আসেনি।
Post a Comment
Thank You for your important feedback