১০ হাজার বেডের কোভিড হাসপাতাল দিল্লিতে


১০ হাজার বেডের কোভিড হাসপাতালের উদ্বোধন হল রবিবার। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও‌) মাত্র ১২ দিনে এই হাসপাতাল তৈরি করেছে। বেডের সংখ্যার নিরিখে এই হাসপাতালই পৃথিবীর বৃহত্তম কোভিড হাসপাতাল। এ‌র আগে মাত্র ১০ দিনে হাজার বেডের কোভিড হাসপাতাল বানিয়ে নজর কেড়েছিল চিন। দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রতিরক্ষামন্ত্রকের একটি বিশাল জমিতেই তৈরি হাসপাতালটির নাম দেওয়া হয়েছে ‘সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার অ্যান্ড হসপিটাল’। এটি প্রায় ২০টি ফুটবল মাঠের সমান। ১৭০০ ফুট লম্বা, ৭০০ ফুট চওড়া।

হাসপাতালে রয়েছে ২৫০টি আইসিইউ শয্যা। হাজারটি বেডে অক্সিজেন সিলিন্ডারের সুবিধে। বসানো হয়েছে ১৮ হাজার টনের শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র। হাসপাতাল এবং রোগীদের বর্জ্য ফেলার জন্য হাসপাতালের পাশেই তৈরি করা হয়েছে বিশাল ডাম্পিং গ্রাউন্ড। আপাতত হাসপাতালের দু’‌হাজার বেডে পরিষেবা দেবে আইটিবিপি। নিয়োগ করা হয়েছে ১৭০ জন চিকিৎসক ও বিশেষজ্ঞ। ৭০০ নার্স। রোগীদের মন ভালো রাখতে লাইব্রেরি, বোর্ড গেম খেলার ব্যবস্থাও রাখা হচ্ছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল রবিবার এই হাসপাতাল উদ্বোধন করার পর পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post