আইপিএলের ১০ সেকেন্ডের দাম ১০ লাখ!


ক্রিকেট দুনিয়ার সবচেয়ে টাকার জোগান আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিগেই। বিসিসিআই ছাড়াও দুনিয়ার সব তারকা ক্রিকেটার, স্পনসর প্রতিষ্ঠান ও টেলিভিশন চ্যানেল অপেক্ষায় ছিল আইপিএল শুরুর খবরের। জানা গিয়েছে, আইপিএলের ম্যাচ সম্প্রচারের সময় প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপন দেখাতে ১০ লাখ টাকা নেবে টিভি চ্যানেল স্টার স্পোর্টস। ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের আইপিএল। টুর্নামেন্টটি হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। করোনার জন্য গ্যালারি থাকবে খালি। এবার তাই খেলা দেখার জন্য টিভিই ভরসা। আন্তর্জাতিক ক্রিকেট দেখার সুযোগ কমায় এবার আইপিএলের দর্শক সংখ্যা সর্বকালের রেকর্ড ভাঙবে বলেই মনে করা হচ্ছে। গত মরসুমে আইপিএলে বিজ্ঞাপন থেকে তিন হাজার কোটি টাকা আয় করেছিল স্টার স্পোর্টস। করোনাভাইরাসের ধাক্কায় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের আয় কমলেও স্টার স্পোর্টস বিজ্ঞাপনের দর কমাচ্ছে না। তাদের ধারণা, আইপিএলের মতো আকর্ষণীয় এক প্রতিযোগিতায় বিজ্ঞাপন দিয়েই ঘুরে দাঁড়াতে চাইবে বড় বড় সব কোম্পানি। স্টার স্পোর্টস তিন হাজার ২৭০ কোটি টাকার বিনিময়ে সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে। এই চ্যানেল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য প্রতি ১০ সেকেন্ডের জন্য ২৫ লাখ কোটি নিয়েছিল। বিশ্বকাপের অন্য ম্যাচের জন্য ১৬ থেকে ১৮ লাখ টাকা আয় করেছিল স্টার স্পোর্টস। গতবছর টিভিতে ৪২ কোটি ৪০ লাখ বার দেখা হয়েছিল আইপিএল। অনলাইন স্ট্রিমিং চ্যানেলগুলোতেও ৩০ কোটি বার দেখা হয়েছে আইপিএল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post