ট্যাক্সির ডিকি থেকে উদ্ধার মহিলার দেহ


ট্যাক্সির ডিকিতে রাখা সবজির বস্তা সরিয়ে দিতেই দেখা গেল মহিলার মাথা। শুক্রবার সকালে চৌবাগা বাসস্ট্যান্ডের কাছে ওই ট্যাক্সি থেকে উদ্ধার হয়েছে মহিলার রক্তাক্ত দেহ। ভিতর থেকে প্রগতি ময়দান থানার পুলিশ এই ঘটনায় ট্যাক্সিতে থাকা চালক-সহ তিনজনকে আটক করা হয়। নিহত ওই মহিলার নাম সুজামনি গায়েন। মাথায় লাঠি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তাকে। দেহটি বাসন্তী হাইওয়ের কোনও নির্জন জায়গায় ফেলার ছক কষা হয়েছিল বলে পুলিশের অনুমান। পারিবারিক অশান্তিই এই খুনের নেপথ্যে বলে মনে করা হচ্ছে। তবে সুজামনিকে ছেলে, ছেলের বউ অত্যাচার করত বলে যেমন জানা যাচ্ছে, তেমনই আবার শাশুড়ির অত্যাচারেই অতিষ্ঠ হয়ে খুন ছেলের বউ এই খুন করেছে বলেও মনে করা হচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post