ত্রিকোণ প্রেমের গল্প, গৃহবধূর এক প্রেমিককে গলা কেটে খুন করল অপর প্রেমিক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল বীরভূমের মুরারই থানার কলহপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের এক আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বছর পঞ্চাশের জাকির শেখ। দুজনের নিয়মিত মেলামেশা ছিল। এই সূত্রেই ওই গৃহবধূর বাড়িতে আসতেন জাকিরের বন্ধু বাবু শেখও। জানা যাচ্ছে, বাবু শেখের সঙ্গেও সম্পর্কে জড়ায় ওই গৃহবধূ। গোপনেই দুজনের সঙ্গে পরকীয়া সম্পর্ক চালাচ্ছিলেন তিনি। শুক্রবার রাতে জাকির শেখ ওই মহিলার বাড়িতে আসেন। খবর পেয়েই সেখানে হাজির হয় বাবু শেখ।
এরপরই দুজনের মধ্যে বচসা বাঁধে মহিলাকে নিয়ে। এরমধ্যেই ছুরি নিয়ে বাবু শেখ চড়াও হয় জাকিরের ওপর। বচসার মধ্যেই জাকিরের গলার নলি কেটে খুন করে বাবু। চিৎকার চেচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ছুটে আসেন জাকিরের বাড়ির লোকজনও। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই মৃত্যু হয় জাকিরের। শোরগোলের মধ্যেই পালিয়ে যায় বাবু শেখ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুরারই থানার পুলিশ। সকাল থেকেই থমথমে গোটা এলাকা। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আটক করা হয়েছে ওই মহিলাকে। অভিযুক্ত বাবু শেখের খোঁজে তল্লাশি শুরু করে ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback