দুই বসু, পথ এক - ফারাক বিস্তর


প্রসূন গুপ্ত
উত্তর ২৪ পরগনার পাশাপাশি ২টি বিধানসভা। প্রধানত উচ্চ ও মধ্যবিত্তদের বসবাস এখানে। অধিকাংশই ওপার বাংলা থেকে উদ্বাস্তু। তাদের নেতা এঁরা- একজন সুজিত বসু অন্যজন ব্রাত্য বসু।
এদের মধ্যে মিল অনেক। ২ জনেই একসময় বাম রাজনীতি বা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২ জনেই ক্রীড়াপ্রেমী। সাদামাটা জীবনযাত্রা দুজনেরই। বর্তমানে ২ জনেই মমতার মন্ত্রিসভার সদস্য। কিন্তু ফারাক বিস্তর। অধ্যাপক ব্রাত্য বসু সু-বক্তা যুক্তিবাদী। সুজিত বক্তৃতার ধার ধারেন না। সাম্প্রতিক করোনা আবহাওয়ায় নিজেকে গৃহবন্দি রেখেছিলেন। । ব্রাত্য সম্পর্কে শোনা যায় আমফানের পরে অবশ্য কয়েকদিন নিজ বিধানসভা এলাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিধায়ক হিসেবে যোগ দিয়েছিলেন।
পাশাপাশি করোনার প্রথম দিন থেকেই সুজিত ব্যস্ত ত্রাণ ও গরিব মানুষকে সহযোগিতা করতে। আমফানের রাতে ঘরের বাইরেই দৌড়ঝাঁপ ছিল তাঁর। করোনা আবহে সহযোগিতা করতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পরে সুস্থ হয়ে ফিরে আসেন বাড়িতে।
এদিকে, ব্রাত্য বর্তমানে দলের মুখপাত্রদের অন্যতম বলেই শোনা যাচ্ছে। ২০২১ এর ভোটকে নজরে রেখে প্রচার মাধ্যমে সুবক্তাকে পাঠানো হয়েছে এবং হবে।
এখন তৃণমূলের অভ্যন্তরেই প্রশ্ন, মুখপাত্রের অর্থ কী ? প্রচারে থাকা নাকি মানুষের মধ্যে থাকা ? উত্তরের খোঁজে ২০২১।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post