অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের ম্যানেজার করোনায় আক্রান্ত হলেন। তবে নিজে নিরাপদ বলেই জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরেই সোশাল মিডিয়ায় পোস্ট করে দেব জানান, তার ম্যানেজার উত্তম করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি লিখেছেন, উত্তম আমার পরিবারেরই সদস্য। আজ তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। যদিও তাঁর কোনও উপসর্গ ছিল না। তবে আমরা নিজেদের হোম আইসোলেশনে রেখেছি। আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনেই থাকব। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এই খবর জানাজানি হতেই সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে উদ্বেগ প্রকাশ করতে থাকেন দেব ভক্তরা। এরপরই টলিউডের নয়নের মণি দেব ফের একটি পোস্ট করে জানিয়ে দেন তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ। তাই চিন্তার কোনও কারণ নেই। আপাতত প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে নিজেদের ফ্ল্যাটে আছেন সপরিবার দেব।
I along with the rest of the house members had also tested for Covid.— Dev (@idevadhikari) August 25, 2020
All of us have tested NEGATIVE.
So there is nothing to worry.
We are quarantining just as a precautionary measure. 😊🙏🏻 https://t.co/a74ydv0FVw
Post a Comment
Thank You for your important feedback