করোনা সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই কৌন বনেগা ক্রোড়পতির শুটিং শুরু করে দিলেন ৭৭ বছরের অমিতাভ বচ্চন। এমাসের গোড়াতে করোনায় সংক্রিমত হয়েছিলেন অমিতাভ। লকডাউনের জন্য সবরকম শুটিং ও স্টুডিও বন্ধ রয়েছে। ব্লগে বচ্চন পিপিই পরা হাতেগোনা ইউনিটের সদস্যদের ছবিও পোল্ট করেছেন। তিনি লিখেছেন, শুরু হয়েছে কেবিসি ১২। বছরের পর বছর কাটলেও সব রয়েছে একইরকম। সব কাজই হচ্ছে নিয়ম মেনে। সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজেশন। আর একগাদা আতঙ্ক। তবে কেউ কারও সঙ্গে কাজ ছাড়া কথা বলছে না। আগের সেই উষ্ণতাটাই হারিয়ে গিয়েছে। চেনা মুখগুলোও সব অচেনা হয়ে গিয়েছে। মাস্কে ঢাকা। কাজ ফুরোলেই যে যার বাড়ি চলে যাচ্ছে। নিজের ছবিতে তিনি সেই পরিচিত থ্রি পিস বন্ধগলা স্যুটে। বচ্চন তাঁর ভক্তদের তাঁর ডাক্তারের দেওয়া পরামর্শ শেয়ার করেছেন। বলেছেন, ফুলফুল ঠিক রাখতে ৪৫ সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস আটকে রাখুন। এবারের কেবিসির বাছাই হচ্ছে পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে।
করোনা সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই কৌন বনেগা ক্রোড়পতির শুটিং শুরু করে দিলেন ৭৭ বছরের অমিতাভ বচ্চন। এমাসের গোড়াতে করোনায় সংক্রিমত হয়েছিলেন অমিতাভ। লকডাউনের জন্য সবরকম শুটিং ও স্টুডিও বন্ধ রয়েছে। ব্লগে বচ্চন পিপিই পরা হাতেগোনা ইউনিটের সদস্যদের ছবিও পোল্ট করেছেন। তিনি লিখেছেন, শুরু হয়েছে কেবিসি ১২। বছরের পর বছর কাটলেও সব রয়েছে একইরকম। সব কাজই হচ্ছে নিয়ম মেনে। সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজেশন। আর একগাদা আতঙ্ক। তবে কেউ কারও সঙ্গে কাজ ছাড়া কথা বলছে না। আগের সেই উষ্ণতাটাই হারিয়ে গিয়েছে। চেনা মুখগুলোও সব অচেনা হয়ে গিয়েছে। মাস্কে ঢাকা। কাজ ফুরোলেই যে যার বাড়ি চলে যাচ্ছে। নিজের ছবিতে তিনি সেই পরিচিত থ্রি পিস বন্ধগলা স্যুটে। বচ্চন তাঁর ভক্তদের তাঁর ডাক্তারের দেওয়া পরামর্শ শেয়ার করেছেন। বলেছেন, ফুলফুল ঠিক রাখতে ৪৫ সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস আটকে রাখুন। এবারের কেবিসির বাছাই হচ্ছে পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে।
Post a Comment
Thank You for your important feedback