এবার আত্মজীবনী লিখছেন সইফ আলি খান। তাতে থাকবে তাঁর বাড়ি, পরিবার, সাফল্য, ব্যর্থতার গোপন কথা। আগামী বছরের অক্টোবরে এই বইটি প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার একথা জানিয়েছে প্রকাশক হার্পার কলিন্স। সইফ জানিয়েছেন, পিছন ফিরে তাকাতে ভালো লাগে। বিস্মৃতিতে হারিয়ে যাওয়ার আগে পুরানো কথা মনে করতে ভালোই লাগছে। কত কী বদলে গিয়েছে। সময়ের সঙ্গে তা বদলেও যাবে। প্রকাশকের কথায় আত্মজীবনী হবে খোলামেলা, তার সঙ্গে থাকবে সইফের বুদ্ধিদীপ্ত কথাবার্তা। বলিউডে আড়াই দশক কাটিয়েছেন সইফ। অভিনয় করেছেন একাধিক হিট ফিল্মে। দিল চাহতা হ্যায়, কাল হো না হো থেকে বিইং সাইরাস, নেটফ্লিক্সের স্যাক্রড গেমসে অভিনয় করেছেন।
Post a Comment
Thank You for your important feedback